Nepal Army | নেপালে জারি সাময়িক সেনা শাসন, হিংসা থামাতে দেশজুড়ে কারফিউ, খোলনলচে বদলাচ্ছে সরকার
Wednesday, September 10 2025, 6:14 am

গুরুতর এই পরিস্থিতিতে নেপালের পরিস্থিতি সামাল দিতে মাঠে নামল সেনা।
সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞাই কাল হলো। নেপালে পতন হলো কেপি শর্মা ওলির সরকারের। অশান্তি রুখতে এবং নেপালের পরিস্থিতি সামাল দিতে মাঠে নামল সেনা। বর্তমান সেনা শাসনে রয়েছে নেপাল। গতকাল বিকেল ৫টা থেকে দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা করেছে সেনা। নেপালে থাকা ভারতীয়দের জন্যেও নয়া নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক। জায়গায় জায়গায় করা হচ্ছে রুটমার্চ। সেনার তরফে এক বিবৃতি দিয়ে জেন জিদের দেশে শান্তি ফেরানোর বার্তা দেওয়া হয়েছে। নেপালে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছে নেপালের যুব সমাজ।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- নেপাল পার্লামেন্ট
- সেনাকর্মী
- সেনাবাহিনী
- পুলিশ প্রশাসন