Neeraj Chopra | সোনা জিতে মরশুম শুরু 'সোনার ছেলে' নীরজের! ৮৪.৫২ মিটার জ্যাভলিন ছুড়ে জিতলেন শীর্ষপদ!
Thursday, April 17 2025, 7:35 am

বুধবার দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে একটি আমন্ত্রণমূলক জ্যাভলিন ইভেন্টে নেমেছিলেন নীরজ।
সোনা জিতে মরশুম শুরু করলেন ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া। বুধবার দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে একটি আমন্ত্রণমূলক জ্যাভলিন ইভেন্টে নেমেছিলেন নীরজ। এই ‘পচ ইনভিটেশনাল ট্র্যাক ইভেন্টে’ ছ’জন অ্যাথলিটকে পিছনে ফেলে সোনার পদক জিতে নেন তিনি। ৮৪.৫২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে শীর্ষস্থান দখল করেন ভারতীয় জ্যাভলার। এই টুর্নামেন্টে পুরুষদের জ্যাভলিন ফাইনালে কেবল নীরজ এবং ডাউ ই ৮০ মিটারের মাইলফলক অতিক্রম করতে পেরেছিলেন। উল্লেখ্য, ১৬ মে দোহায় শুরু হবে ডায়মন্ড লিগ। তার আগে এই জয় নীরজের আত্মবিশ্বাস বাড়িয়ে দিলো।