খেলাধুলা

ডায়মন্ড লিগে সোনা জেতার পরই বড় সিদ্ধান্ত নিলেন নীরজ চোপড়া, তিনি কী জাতীয় গেমসে নামছেন?

ডায়মন্ড লিগে সোনা জেতার পরই বড় সিদ্ধান্ত নিলেন নীরজ চোপড়া, তিনি কী জাতীয় গেমসে নামছেন?
Key Highlights

টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া ভারতকে ফের গৌরবান্বিত করলেন ডায়মন্ড লিগের আসরে।

প্রথম ভারতীয় হিসেবে সোনার পদক জিতলেন। যদিও এরপরই তিনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছরের দিকে ফোকাস রেখে। আর তাতেই আসন্ন জাতীয় গেমসে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা নেই বললেই চলে।

চলতি মাসেই শুরু হচ্ছে ন্যাশনাল গেমস, জাতীয় গেমসে কী থাকছেন নীরজ?

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন। অংশ নিতে পারেননি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। এরপর ফের অনুশীলন শুরু করে ডায়মন্ড লিগের লোজান লেগে শীর্ষস্থান দখল করা। তারপর জুরিখে ডায়মন্ড লিগ জ্যাভলিন ফাইনালে ঐতিহাসিক সোনা জয়।

আন্তর্জাতিক মরশুম শেষ। তবে জাতীয় গেমসে সম্ভবত নামছেন না নীরজ। কুঁচকির চোট যাতে বাধা হয়ে না দাঁড়ায় এবং যে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে সে কথা মাথায় রেখে আপাতত এক-দুই সপ্তাহ অনুশীলন থেকে দূরে থাকার কথা জানিয়েছেন নীরজ। গুজরাতে ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ অক্টোবর অবধি চলবে জাতীয় গেমস। নীরজ জানিয়েছেন, আমার প্রাথমিক লক্ষ্য হলো আগামী বছর ভালো ফল করা।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় গেমসের ম্যাসকট ও অ্যান্থেম প্রকাশ করেছেন। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন, এবারের জাতীয় গেমস সবচেয়ে বড় আকারের হবে। ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে দেশের তাবড় অ্যাথলিটদের অংশ নিতে বলা হয়েছে।

সেখানে নীরজ না নামলে জৌলুস কিছুটা হলেও নিশ্চিতভাবেই কমবে। উল্লেখ্য, সাত বছর পর বসছে জাতীয় গেমসের আসর। টোকিও অলিম্পিকে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো, ডায়মন্ড লিগে সোনাজয়ী নীরজ পরে মত বদলান কিনা সেটা দেখার। তবে এখনও অবধি তাঁর জাতীয় গেমসে অংশ না নেওয়ার সম্ভাবনাই প্রবল। তাঁর কথাতেও সেই ইঙ্গিতই মিলেছে


Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Gold Rate | পয়লা বৈশাখের আগেই শিখর ছুঁই ছুঁই সোনার দাম! বেড়েছে রুপোলি ধাতুর দরও
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Adani-Bangladesh | বকেয়া টাকা মেটাচ্ছে ইউনূসের সরকার, ফের বাংলাদেশে পুরোদস্তুর বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গোষ্ঠী!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
কলকাতায় নেমেই ইডেন গার্ডেন্সে হাজির রাহুল দ্রাবিড়