খেলাধুলা

ডায়মন্ড লিগে সোনা জেতার পরই বড় সিদ্ধান্ত নিলেন নীরজ চোপড়া, তিনি কী জাতীয় গেমসে নামছেন?

ডায়মন্ড লিগে সোনা জেতার পরই বড় সিদ্ধান্ত নিলেন নীরজ চোপড়া, তিনি কী জাতীয় গেমসে নামছেন?
Key Highlights

টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া ভারতকে ফের গৌরবান্বিত করলেন ডায়মন্ড লিগের আসরে।

প্রথম ভারতীয় হিসেবে সোনার পদক জিতলেন। যদিও এরপরই তিনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছরের দিকে ফোকাস রেখে। আর তাতেই আসন্ন জাতীয় গেমসে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা নেই বললেই চলে।

চলতি মাসেই শুরু হচ্ছে ন্যাশনাল গেমস, জাতীয় গেমসে কী থাকছেন নীরজ?

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন। অংশ নিতে পারেননি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। এরপর ফের অনুশীলন শুরু করে ডায়মন্ড লিগের লোজান লেগে শীর্ষস্থান দখল করা। তারপর জুরিখে ডায়মন্ড লিগ জ্যাভলিন ফাইনালে ঐতিহাসিক সোনা জয়।

আন্তর্জাতিক মরশুম শেষ। তবে জাতীয় গেমসে সম্ভবত নামছেন না নীরজ। কুঁচকির চোট যাতে বাধা হয়ে না দাঁড়ায় এবং যে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে সে কথা মাথায় রেখে আপাতত এক-দুই সপ্তাহ অনুশীলন থেকে দূরে থাকার কথা জানিয়েছেন নীরজ। গুজরাতে ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ অক্টোবর অবধি চলবে জাতীয় গেমস। নীরজ জানিয়েছেন, আমার প্রাথমিক লক্ষ্য হলো আগামী বছর ভালো ফল করা।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় গেমসের ম্যাসকট ও অ্যান্থেম প্রকাশ করেছেন। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন, এবারের জাতীয় গেমস সবচেয়ে বড় আকারের হবে। ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে দেশের তাবড় অ্যাথলিটদের অংশ নিতে বলা হয়েছে।

সেখানে নীরজ না নামলে জৌলুস কিছুটা হলেও নিশ্চিতভাবেই কমবে। উল্লেখ্য, সাত বছর পর বসছে জাতীয় গেমসের আসর। টোকিও অলিম্পিকে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো, ডায়মন্ড লিগে সোনাজয়ী নীরজ পরে মত বদলান কিনা সেটা দেখার। তবে এখনও অবধি তাঁর জাতীয় গেমসে অংশ না নেওয়ার সম্ভাবনাই প্রবল। তাঁর কথাতেও সেই ইঙ্গিতই মিলেছে


Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
Earthen Pot | গরমে ফ্রিজের জল না খেয়ে মাটির কলসিতে রাখা জল খান! শরীর ঠান্ডা হওয়ার সঙ্গে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতাও!
Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
আজকের সেরা খবর | ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতেই ২০২৫-এ কবে মাধ্যমিক শুরু তা জানিয়ে দিলো পর্ষদ!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali