Neeraj Chopra | ৯০ মিটারের গণ্ডি পেরিয়ে অধরা স্বপ্নপূরণ করলেন নীরজ! কাকে কৃতিত্ব দিলেন 'সোনার ছেলে'?

Saturday, May 17 2025, 11:35 am
highlightKey Highlights

দোহা ডায়মন্ড লিগের আসরে শেষমেশ ৯০ মিটারের গণ্ডি টপকালেন নীরজ চোপড়া। ৯০.২৩ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স উপহার দেন নীরজ।


নতুন রেকর্ড ভারতের 'সোনার ছেলে'র। দোহা ডায়মন্ড লিগের আসরে শেষমেশ ৯০ মিটারের গণ্ডি টপকালেন নীরজ চোপড়া। ৯০.২৩ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স উপহার দেন নীরজ। দীর্ঘদিনের অধরা স্বপ্নপূরণ করে নীরজ নিজের কীর্তির জন্য কৃতিত্ব দেন কোচ জেলেজনিকে। এই প্রসঙ্গে নীরজ বলেন, ‘সবে মাত্র ফেব্রুয়ারি থেকে জেলেজনির কাছে ট্রেনিং শুরু করেছি। এখনও অনেক কিছু শিখছি। দোহায় প্রস্তুতির সময় কয়েকটা থ্রো দেখে কোচই বলেন যে, এখানেই ৯০ মিটার আসতে চলেছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File