সেলিব্রিটি

বিয়ের চার মাসের ব্যবধানে মা হয়ে বিতর্কে জড়ালেন অভিনেত্রী নয়নতারা, সারোগেসির কারণ জানতে করা হবে তদন্ত

বিয়ের চার মাসের ব্যবধানে মা হয়ে বিতর্কে জড়ালেন অভিনেত্রী নয়নতারা, সারোগেসির কারণ জানতে করা হবে তদন্ত
Key Highlights

রবিবার ভক্তদের চমকে দিয়ে পরিচালক ভিগনেশ শিবান ও অভিনেত্রী নয়নতারা নিজেদের বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন।

মাত্র চার মাস আগেই বিয়ে হয়েছিল পরিচালক ভিগনেশ শিবান ও অভিনেত্রী নয়নতারার। আর মাত্র চার মাসের ব্যবধানেই নিজেদের সন্তান আগমনের কথা প্রকাশ্যে আনলেন এই তারকা দম্পতি। কিন্তু কীভাবে এটি সম্ভব? দিন কয়েক আগেও ‘গডফাদার’ ছবির প্রচার সেরেছেন দক্ষিণী সুন্দরী এই অভিনেত্রী। সেখানে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার কোনো চিহ্নই নজরে আসেনি। 

নেটিজেনদের ধারণা সারোগেসির মাধ্যমে মা হয়েছেন অভিনেত্রী নয়নতারা, এ বিষয়ে তদন্ত করবে তামিল সরকার

শুরু হয়ে গিয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন সারোগেসির মাধ্যমে নয়নতারার মা হওয়ার ব্যাপারে। কারণ চলতি বছর জানুয়ারি মাস থেকে টাকার বিনিময়ে গর্ভধারণ বা কমর্শিয়াল সারোগেসি নিষিদ্ধ ঘোষিত হয়ে গিয়েছে দেশে। কেবল নির্দিষ্ট কিছু শর্তেই চিকিৎসা বিজ্ঞানের এই আর্শীবাদকে সন্তান লাভের রাস্তা হিসাবে বাছতে পারবেন ভারতীয় দম্পতিরা। তামিলনাড়ুর স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রহ্মণ্যন জানান, "নয়নতারা ও ভিগনেশের কাছ থেকে উপযুক্ত কারণ জানতে চাইবে সরকার।"

 সারোগেসির মাধ্যমে সেলেব্রিটিদের সন্তান সুখ লাভ ভারতে নতুন নয়। এই পদ্ধতিতে এর আগেও জন্ম হয়েছে শাহরুখ পুত্র আব্রাম থেকে আমির পুত্র আজাদেরও। এছাড়াও করণ জোহর, তুষার কাপুর, একতা কাপুরের মতো অবিবাহিত তারকারাও সারোগেসির মাধ্যমে সন্তান সুখ লাভ করেছেন। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বাবা-মা হয়েছেন অন্য মহিলার গর্ভ ভাড়া করে। কিন্তু চলতি বছর জানুয়ারি থেকে সংসদে বিল পাশ করে সারোগেসি আইন কড়াকড়ি করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, যে সকল দম্পতিরা শারীরিক কারণে কোনওভাবেই সন্তানধারণে সক্ষম হচ্ছেন না, তাঁরাই কেবলমাত্র এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন।

সোমবার চেন্নাইয়ে এক সাংবাদিক সম্মলনে স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, মাত্র চার মাসে আগে সাত পাকে বাধা পড়েছে, এমন দম্পতিরা সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভ করতে পারবে? সারোগেসির জন্য কি নির্দিষ্ট কোনও সময়সীমা নেই? ‘দ্য নিউজ মিনিট’-এর প্রতিবেদন অনুসারে মন্ত্রী স্পষ্ট জানান, ‘ডিরেক্টরেট অফ মেডিক্যাল সার্ভিস’-এর তরফে এই নিয়ে নির্দিষ্ট তদন্ত হবে, এবং জাবাবদিহি চাওয়া হবে।


Voter List | মমতার ভোটকেন্দ্রে বাদ শতাধিক ভোটার, শুভেন্দুর গড়ে কত? দেখুন হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান!
Suvendu Adhikari | ‘ছাব্বিশে ক্ষমতায় এলে ফের কলকাতায় আসবেন মেসি’! আশ্বাস শুভেন্দুর!
SIR | সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ায় না, খসড়া তালিকা প্রকাশের আগে সরব নির্বাচন কমিশন
Ind vs SA T20I | ১১৭ রানেই গুটিয়ে গেলো প্রোটিয়া বাহিনী! ধরমশালায় দাপুটে বোলিং হর্ষিত-অর্শদীপের
Australia Mass Shooting | সিডনি সৈকতে ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা, মৃত ১২, আহত অন্ততঃ ২৯!
Delhi Air Pollution | বাতাসে বিষ! দিল্লিতে চালু হল GRAP-4, বন্ধ স্কুল-কলেজ, নিষিদ্ধ নির্মাণ কাজ!
Breaking News | ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অরূপ বিশ্বাসের!