শারদ উৎসব ২০২৪

Navratri 2024 | আজ থেকে শুরু নবরাত্রি, প্রথমদিনে পূজিত হন দেবী সতীর পুনর্জন্মের রূপ শৈলপুত্রী

Navratri 2024 | আজ থেকে শুরু নবরাত্রি, প্রথমদিনে পূজিত হন দেবী সতীর পুনর্জন্মের রূপ শৈলপুত্রী
Key Highlights

অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই নয় তিথিকে একসঙ্গে নবরাত্রি বলা হয়। নবরাত্রি জুড়ে দেবী দুর্গাকে পুজো করা হয় নয়টি বিশেষ রূপে। নবরাত্রি শব্দের আক্ষরিক অর্থ হল নয় রাত্রি। প্রত্যেক তিথিতে, অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক তিথিতে দেবী দুর্গা পূজিত হন এক এক রূপে।

পিতৃপক্ষের অবসানের পর সূচনা হলো দেবীপক্ষের। এদিকে আজ নবরাত্রি ২০২৪(Navratri 2024) এর প্রথম দিন। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই নয় তিথিকে একসঙ্গে নবরাত্রি বলা হয়। নবরাত্রি জুড়ে দেবী দুর্গাকে পুজো করা হয় নয়টি বিশেষ রূপে। নবরাত্রি শব্দের আক্ষরিক অর্থ হল নয় রাত্রি। প্রত্যেক তিথিতে, অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক তিথিতে দেবী দুর্গা পূজিত হন এক এক রূপে। আজ, নবরাত্রির প্রথম দিন দেবী দুর্গার শৈলপুত্রী (Shailaputri) রূপ পূজিত হন।

শৈলপুত্রী দেবী । Shailaputri Devi :

প্রতিপদ তিথিতে দেবী দুর্গা পূজিত হন ‘শৈলপুত্রী’ রূপে। পুরাণমতে দেবী শৈলপুত্রী (Shailaputri) হিমালয়ের কন্যা। শিব পুরাণে কথিত রয়েছে, মা শৈলপুত্রী হলেন হিমালয়ের শাসক রাজা হিমাবতের কন্যা। মা শৈলপুত্রীর নামের আক্ষরিক অর্থ 'শৈল' (পর্বত) এর 'পুত্রী' (কন্যা)। মা শৈলপুত্রী আসলে আগের জন্মে সতী ছিলেন। পিতা রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে ভগবান শিবকে বিয়ে করে সতী তার পিতার আয়োজিত বিশাল যজ্ঞে যোগ দিয়ে তাঁর পিতামাতার সঙ্গে বিচ্ছেদের অবসান ঘটাতে চেয়েছিলেন। যদিও ভগবান শিবকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ  রাজা দক্ষ তখনও তাঁদের মিলনকে মেনে নেননি। তবুও সতী স্বামীকে সঙ্গে নিয়ে আসতে রাজি করান। কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে এগিয়ে যায়।  রাজা দক্ষ এই সুযোগকে কাজে লাগিয়ে ভগবান শিবকে তুচ্ছ করার, অপমান করার সিদ্ধান্ত নেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে ঝাঁপ দেন।

দেবী সতীর পুনর্জন্মের রূপ হিসাবে ধরা হয় মা দুর্গার এই রূপকে। এই দেবীর ডান হাতে ত্রিশূল এবং বাঁ হাতে পদ্ম, মস্তকে অর্ধ চন্দ্র থাকে। দেবী শৈলপুত্রী নন্দীর (ষাঁড়) উপর উপবিষ্ট। ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের শক্তির মূর্ত প্রতীক শৈলপুত্রী দেবী (Shailaputri Devi)। তিনি জগতের নির্যাসস্বরূপ। তাঁর আশীষ সমগ্র পৃথিবীর পাহাড় পর্বত, উপত্যকা, সমুদ্রের উপর বর্ষিত হচ্ছে। 

প্রতিবছর নবরাত্রির মতো, নবরাত্রি ২০২৪(Navratri 2024) এর প্রথম দিনে দেবী শৈলপুত্রীকে (Shailaputri) পুজো করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও মনে করা হয়, এই দিন হলুদ রঙের কোনও পোশাক পরিধান করলে মা শৈলপুত্রী সন্তুষ্ট হন। ঘি নিবেদনের সঙ্গে একত্রে 'ওম দেবী শৈলপুত্ররায় নমঃ' এবং 'বন্দে বঞ্চিতলাভয়া চন্দ্রাকৃতশেখরম বৃশরুধম শুলাধরম শৈলপুতৃ যশস্বিনী' জপ করলে তাত্ক্ষণিকভাবে মন থেকে সুস্থিত এবং কৃতজ্ঞতা পূর্ণ বোধ হবে।


Navratri 2024 | আজ থেকে শুরু নবরাত্রি, প্রথমদিনে পূজিত হন দেবী সতীর পুনর্জন্মের রূপ শৈলপুত্রী
Bengal Flood | পশ্চিমবঙ্গ সহ বন্যা কবলিত রাজ্যগুলিকে ৪৬৮ কোটি টাকা ক্ষতিপূরণ কেন্দ্রের
East Bengal | সরে যাচ্ছেন ইস্টবেঙ্গল এফসির স্টপগ্যাপ কোচ বিনো জর্জও, খোঁজা হচ্ছে নতুন চিফ কোচ
East Bengal Coach | ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন কার্লেস কুয়াদ্রাত, টানা ব্যর্থতার পর দু’পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত
R G Kar Case Live Update | যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, এমন সাতজনকে অবিলম্বে সাসপেন্ড করার আর্জি আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের!
শবাসন কি? শবাসন  করার নিয়ম, পদ্ধতি ও উপকারিতা, A detailed explanation of Shavasana in Bengali
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali