National Sports Bill | মিললো রাষ্ট্রপতির সই, আইনে পরিণত হল জাতীয় ক্রীড়া বিল!
Tuesday, August 19 2025, 11:25 am

একসপ্তাহ আগে লোকসভায় এই বিল পাশ হয়। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সই করার পর এই বিলটি পরিণত হলো আইনে।
আইনে পরিণত হল জাতীয় ক্রীড়া বিল। একসপ্তাহ আগে লোকসভায় এই বিল পাশ হয়। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সই করার পর এই বিলটি পরিণত হলো আইনে। জাতীয় ক্রীড়া আইনের মাধ্যমে ভারতীয় ক্রীড়া পরিকাঠামোয় অসংখ্য গুরুত্বপূর্ণ বদল আনা হচ্ছে। সেখানে যেমন অ্যাথলিটদের ভোটাধিকার বাধ্যতামূলক করা হচ্ছে, তেমনই আরও বেশি করে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মহিলাদের। গঠন করা হচ্ছে অ্যাপিলেট স্পোর্টস ট্রাইবুনাল। পাশাপাশি ভারতীয় অলিম্পিক সংস্থার হাতেও আর ক্রীড়া সংস্থা নিয়ন্ত্রণ হাতে থাকবে না, তা চলে যাবে স্পোর্টস বোর্ডের কাছে।
- Related topics -
- খেলাধুলা
- রাষ্ট্রপতি
- দ্রৌপদী মুর্মু
- আইন
- ভারতীয় অলিম্পিক সংস্থা