Sukma | ৭৬তম প্রজাতন্ত্র দিবসে ইতিহাস! ভারতের এই গ্রামে প্রথমবার উত্তোলিত হলো দেশের জাতীয় পতাকা!
Sunday, January 26 2025, 5:14 pm
Key Highlights
ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের দিন ইতিহাস রচিত হলো সুকমার তুমালপাড়ে।
ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের দিন ইতিহাস রচিত হলো সুকমার তুমালপাড়ে। এদিন এই গ্রামে প্রথমবার উত্তোলিত হলো ভারতের তেরঙ্গা তথা জাতীয় পতাকা! সিআরপিএফের ৭৪ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট হিমাংশু পান্ডের উদ্যোগে এই ইতিহাস তৈরি হয়েছে। একসময়ে মাওবাদী অধ্যুষিত ছিল ছত্তিসগড়ের এই এলাকা। কেন্দ্রীয় বাহিনীর নিরন্তর চেষ্টার পর এই এলাকায় বর্তমানে শান্তি ফিরেছে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে স্থানীয়দের মধ্যে এ দিন মিষ্টি বিলি করেন হিমাংশু পান্ডে। সঙ্গে প্রজাতন্ত্র দিবস নিয়ে নানা খুঁটিনাটি বিবরণও শোনান।
- Related topics -
- দেশ
- ভারত
- জাতীয় পতাকা
- ভারতের জাতীয় পতাকা
- প্রজাতন্ত্র দিবস