দেশ

Gujrat CJ: ‘মাই লর্ড, ইয়োর অনার নয়, স্যার বলুন’, নয়া নজির গড়লেন প্রধান বিচারপতি সনিয়া

Gujrat CJ: ‘মাই লর্ড, ইয়োর অনার নয়, স্যার বলুন’, নয়া নজির গড়লেন প্রধান বিচারপতি সনিয়া
Key Highlights

গুজরাত হাই কোর্টের প্রথম প্রধান বিচারপতি সনিয়া জে গোকানি বিচারপতিদের সম্বোধনে ব্রিটিশ জমানার নিয়ম বদলের পক্ষে।

মাত্র ৯ দিনের জন্য গুজরাত হাই কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন শ্রীমতি সোনিয়া জি গোকানি। ৯দিন জন্য হলেও তিনি এক নয়া নজির গড়েছেন। এই সল্পমেয়াদের মধ্যেই বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে ব্রিটিশ প্রথা বাতিলের পক্ষে গুরুত্বপূর্ণ সওয়াল করলেন তিনি। বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’ বলে সম্বোধন করায় প্রকাশ্যে আপত্তি জানালেন তিনি।

প্রধান বিচারপতি সনিয়ার নেতৃত্বাধীন বেঞ্চে শুক্রবার একটি মামলার শুনানি ছিল। সে সময় এক আইনজীবী ওই বেঞ্চের অন্য বিচারপতি সন্দীপ এন ভট্টকে ‘মাই লর্ড’ বলে সম্বোধন করেন। তখন তিনি বলেন, ‘‘বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’ বলার কোনও প্রয়োজন নেই। ‘স্যর’ বলাই যথেষ্ট।’’ প্রসঙ্গত, গত চার বছর আগেই রাজস্থান হাই কোর্ট একটি নোটিস জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছিল, ‘‘বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’-এর বদলে ‘স্যর’ সম্বোধন করতে হবে। এ বার সেই পথে হাঁটার বার্তা দিল গুজরাত হাই কোর্ট।

গুজরাত হাই কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি সনিয়া শনিবার অর্থাৎ আজ (২৫শে ফেব্রুয়ারী, ২০২৩) অবসর নিচ্ছেন। ১৯৯৫ সালের জুলাই মাসে তিনি প্রথম জেলা জজ হিসাবে কার্যভার গ্রহণ করেন। এরপর,  ২০১১ সালে অতিরিক্ত বিচারপতি হিসাবে গুজরাত হাই কোর্টে যোগ দেন। ২০১৩ সালে তাঁকে স্থায়ী বিচারপতি করা হয় গুজরাত হাই কোর্টেই। বর্তমান বিচারপতিদের মধ্যে তাঁর অভিজ্ঞতা সবচেয়ে বেশি। সেই অভিজ্ঞতার কারণেই গুজরাত হাই কোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে পদোন্নতি দিয়ে সুপ্রিম কোর্টে নিয়োগ করার পর বিচারপতি সনিয়াকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।