"আমার দ্বিতীয় ইনিংস আগের থেকে উজ্জ্বল হবে", মন্ত্রীত্ব লাভের পর জানালেন বাবুল সুপ্রিয়

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

পশ্চিমবঙ্গের নতুন পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর পদে বসলেন বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করেছেন।


বাবুল সুপ্রিয়ের নাম নতুন মন্ত্রীদের তালিকায় থাকবে এমন অনুমান করেছিলেন অনেকেই। সেই অনুমানকে সত্যি করেই পশ্চিমবঙ্গের নতুন পর্যটন ও তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়।পশ্চিমবঙ্গের নতুন পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করেছেন।

নাটকীয় উত্থান পতনের সাক্ষী কেরিয়ার, ফের ক্ষমতায় এলেন বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সঙ্গে তার দ্বিতীয় ইনিংসটি, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তার প্রথম ইনিংসের তুলনায় অনেক বেশি উজ্জ্বল হবে। সুপ্রিয়, গত বছর বিজেপি থেকে পদত্যাগ করেন। তাকে সমর্থন করার জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Trending Updates

বুধবার রাজভবনে শপথ নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আট জন নতুন মুখের মধ্যে রয়েছেন বাবুল সুপ্রিয়ও। বাবুল বলেন ‘দিদির হাত ধরেই এসেছে পোয়েটিক জাস্টিস। আমি রাজনীতি ছেড়েই দিয়েছিলাম। তখন তিনিই আমাকে উৎসাহিত করেন, আমাকে সাহস দেন এবং আমাকে বালিগঞ্জ আসনের প্রার্থী হিসাবে মনোনীতও করেন। তারপরে পুরো তৃণমূল দল আমাকে সমর্থন করেছিল।‘

গত বছর তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার পরই, সুপ্রিয় ঘোষণা করেন যে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু পরে লোকসভার সদস্য হিসাবে পদত্যাগ না করার কথা বলেন তিনি। এরপর গত সেপ্টেম্বরে টিএমসি-তে যোগ দেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File