Murshidabad | আন্তর্জাতিক মঞ্চে বাংলার সাফল্য! বিশ্ব যোগা প্রতিযোগিতায় পদক জয় মুর্শিদাবাদের সমাপ্তি ও রোহনের

Saturday, January 4 2025, 2:21 pm
highlightKey Highlights

বিশ্ব যোগা প্রতিযোগিতা ২০২৪ এ অংশগ্রহণ করে ঘরে পদক আনলেন মুর্শিদাবাদের সমাপ্তি সাহা ও রোহন দাস।


বিশ্ব দরবারে বাংলার মুখ উজ্জ্বল! বিশ্ব যোগা প্রতিযোগিতা ২০২৪ এ অংশগ্রহণ করে ঘরে পদক আনলেন মুর্শিদাবাদের সমাপ্তি সাহা ও রোহন দাস। গত ২৮শে ডিসেম্বর বিশাখাপত্তনমে আয়োজিত হয় বিশ্ব যোগা প্রতিযোগিতা ২০২৪। এটির ব্যবস্থাপনায় ছিল UYSF যা ভারতের যোগ ব্যায়াম চর্চার একটি সর্বোচ্চ সংগঠন। জেলা স্তর থেকে রাজ্য এবং দেশ অতিক্রম করে আন্তর্জাতিক স্তরে পদক জয়লাভ করে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাসিন্দা সমাপ্তি সাহা ও রোহন দাস। তারা তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File