Siddhivinayak Temple | এক বছরে আয় ১৩৩ কোটি টাকা! নতুন রেকর্ড গড়ল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির!
Wednesday, April 2 2025, 11:27 am

নতুন রেকর্ড গড়ল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির। এক বছরে ১৩৩ কোটি টাকা আয় করলো বিখ্যাত এই মন্দির।
নতুন রেকর্ড গড়ল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির। এক বছরে ১৩৩ কোটি টাকা আয় করলো বিখ্যাত এই মন্দির। প্রাথমিকভাবে অনুমান, আগামী অর্থবর্ষে এই মন্দিরের আয়ের পরিমাণ দেড়শো কোটিও ছাড়িয়ে যেতে পারে। সিদ্ধিবিনায়কের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার সন্দীপ রাঠোর বলছেন, “সুষ্ঠুভাবে মন্দির পরিচালনার জন্যই এত বেশি পুণ্যার্থী এসেছেন এবং আশার অতিরিক্ত দান দিয়েছেন।” রাঠোর জানান, দান পেটি, পুজোর খরচ, প্রসাদ বিক্রি, অনলাইন প্রণামী, সোনা রুপোর দান সমস্ত কিছুর মূল্য ধরেই আয়ের পরিমাণ জানা যায়।