বলিউড তারকাদের গুটখা, অ্যালকোহলের বিজ্ঞাপন করার তীব্র প্রতিবাদ করলেন ‘শক্তিমান’ মুকেশ খান্না।

Wednesday, December 30 2020, 11:25 am
বলিউড তারকাদের গুটখা,  অ্যালকোহলের বিজ্ঞাপন করার তীব্র প্রতিবাদ করলেন ‘শক্তিমান’ মুকেশ খান্না।
highlightKey Highlights

নানা সময়েই নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন এই বর্ষীয়ান টিভি তারকা। এবার তাঁর নিশানায় শাহরুখ খান ও অজয় দেবগণ। ‘বড় তারকা হয়েও কেন গুটখা, সিগারেটের বিজ্ঞাপন?’, শাহরুখ-অজয়দের তোপ মুকেশ খান্নার। ইউটিউবে ‘ভীষ্ম ইন্টারন্যাশনাল’ নামে একটি চ্যানেল আছে মুকেশের। সেই চ্যানেলেই নানা বিষয়ে কথা বলতে শোনা যায় তাঁকে। এবার সেখানেই বলিউডের মহাতারকাদের প্রতি খড়্গহস্ত হতে দেখা গেল মুকেশকে। ভিডিওটির শিরোনামেই স্পষ্ট হয়ে যায় তাঁর বক্তব্যের সুর, ‘উঁচে লোগো কি নিচি পসন্দ’। ঠিক কী বলতে শোনা গেল তাঁকে? প্রবীণ অভিনেতার কথায়, ‘‘এই সব বড় তারকাদের প্রতি আমার অভিযোগ, ওঁরা এই ধরনের পণ্যের বিজ্ঞাপন করেন কেন?




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File