Mother Dairy | ফের বাড়লো মাদার ডেয়ারির দুধের দাম! কপালে ভাঁজ মধ্যবিত্তদের
Thursday, May 1 2025, 4:25 am

লিটার প্রতি ২ টাকা করে মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করল মাদার ডেয়ারি। বুধবার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
ফের দুধের দাম বাড়ালো মাদার ডেয়ারি। লিটার প্রতি ২ টাকা করে বেড়েছে দাম। টোনড দুধের দাম (বাল্ক ভেনডেড) প্রতি লিটারে ৫৪ থেকে বেড়ে হলো ৫৬ টাকা। ডাবল টোনড দুধের (প্যাকেটজাত) দাম প্রতি লিটারে ৪৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৫১ টাকা। ফুল ক্রিম দুধের দাম (প্যাকেটজাত) ৬৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হল ৬৯ টাকা। টোনড দুধের (প্যাকেটজাত) দাম দাড়ালো ৫৭ টাকায়।‘কাউ মিল্ক’ দুধের দাম ৫৭ টাকা থেকে বেড়ে হল ৫৯ টাকা/লিটার। বুধবার থেকেই নতুন দাম কার্যকর হবে দিল্লি এনসিআর, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বাজারে।
- Related topics -
- দেশ
- দুধ
- মূল্যহ্রাস
- মূল্যবৃদ্ধি
- ভারত
- মাদার ডেয়ারি
- খাদ্য
- হাই প্রোটিন খাদ্য