INS Varsha | পারমাণবিক হামলাতেও অটুট থাকবে ঘাঁটি! তৈরী হচ্ছে ভারতীয় নৌসেনার সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রজেক্ট ‘INS বর্ষা!
Tuesday, March 11 2025, 6:21 pm
Key Highlightsপ্রতিরক্ষা ও সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে ক্রমশ এগিয়ে চলেছে ভারত।
প্রতিরক্ষা ও সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে ক্রমশ এগিয়ে চলেছে ভারত। অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে রামবিলি গ্রামের কাছে তৈরী হচ্ছে ভারতীয় নৌসেনার সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রজেক্ট ‘INS বর্ষা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই ঘাঁটি তৈরি হচ্ছে ভারতীয় নিউক্লিয়ার সাবমেরিনগুলির জন্য, যা পারমাণবিক হামলাতেও অটুট থাকবে। ২০ বর্গকিলোমিটারে এই অভেদ্য ঘাঁটিতে অনায়াসে ঢুকে যাবে ভারতের ১০টি নিউক্লিয়ার সাবমেরিন। এই প্রকল্পটির জন খরচ হচ্ছে আনুমানিক ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার বা ৩২৮ কোটি টাকার কাছাকাছি।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- নরেন্দ্র মোদি

