CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!

Monday, May 13 2024, 12:04 pm
highlightKey Highlights

প্রযুক্তি থেকে ফ্যাশন, বিশ্বজুড়ে বৃহত্তম সংস্থাগুলির নেতৃত্বে এমন বহু ভারতীয় কোম্পানি রয়েছে যার সাফল্যের পেছনে সেই কোম্পানির সিইও-র ভূমিকা অনস্বীকার্য। তাদের অবদানের জন্যই কোম্পানিগুলি প্রচুর টাকা আয় করতে পারে। তবে কোম্পানির সিইও-রও কিন্তু বেতন কম হয়না। জানুন উইপ্রো না টিসিএস নাকি টেক মাহিন্দ্রার সিইও-র বেতন বেশি।


ছোট-বড় কোম্পানির সাফল্যের নেপথ্যে সেই কোম্পানির সিইও-র ভূমিকা থাকে ব্যাপক। মূলত, সিইও-র নেতৃত্বেই এগিয়ে চলে কোম্পানি। প্রযুক্তি থেকে ফ্যাশন, বিশ্বজুড়ে বৃহত্তম সংস্থাগুলির নেতৃত্বে এমন বহু ভারতীয় কোম্পানি রয়েছে যার সাফল্যের পেছনে সেই কোম্পানির সিইও-র ভূমিকা অনস্বীকার্য। তাদের অবদানের জন্যই কোম্পানিগুলি প্রচুর টাকা আয় করতে পারে। তবে কোম্পানির সিইও-রও কিন্তু বেতন কম হয়না। ভারতের নামি কোম্পানিগুলির সিইওদের বেতন মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এদের মধ্যে কেউ কেউ মাসে বেতন পান সাড়ে ৬কোটি! দেখে নেওয়া যাক ভারতের সেরা কোম্পানির সিইওদের বেতন করার কিরকম?

রাজেশ গোপীনাথন ও সি বিজয় কুমার । Rajesh Gopinathan and C Vijay Kumar :

Trending Updates

টাটা গোষ্ঠীর তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএসের (TCS) এর সিইও পদে রয়েছেন রাজেশ গোপীনাথন (Rajesh Gopinathan) এবং এইচসিএলের (HCL) এর সিইও পদে রয়েছে সি বিজয় কুমার (C Vijay Kumar)। এই দু’জনেরই বাৎসরিক পারিশ্রমিক ২৯ কোটি টাকা।

সিপি গুরনানি । CP Gurnani :

টেক মাহিন্দ্রার (Tech Mahindra) সিইও পদে ছিলেন সিপি গুরনানি। বছরে তিনি ৩০ কোটি টাকা বেতন পেয়ে থাকেন। বর্তমানে টেক মাহিন্দ্রার নতুন সিইও মোহিত জোশী। মোহিত যোশির লক্ষ্য BFSI, টেলিকম এবং ম্যানুফ্যাকচারিং এর মতো গুরুত্বপূর্ণ খাতগুলিতে ফোকাস করে কোম্পানিকে পরিবর্তন করা।

সুধীর সিং । Sudhir Singh :

কোফর্জের সিইও পদে রয়েছেন সুধীর সিং (Sudhir Singh)। তাঁর বাৎসরিক বেতন ৩৪ কোটি টাকা।

সতীশ পাই । Satish Pai :

হিন্দালকো কোম্পানির সিইও সতীশ পাইয়ের বেতন তুলনামূলকভাবে অনেকটাই কম। তাঁর পারিশ্রমিক বাবদ বছরে ৩৭ কোটি টাকা। সতীশ পাই ম্যানেজিং ডিরেক্টর, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ এবং ডিরেক্টর, আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের বোর্ড মেম্বার। তিনি আগস্ট ২০১৩ সালে হিন্দালকোর অ্যালুমিনিয়াম ব্যবসার সিইও হিসাবে আদিত্য বিড়লা গ্রুপে যোগদান করেন।

​নীতীন রাকেশ । Nitin Rakesh :

​নীতীন রাকেশ (Nitin Rakesh) এমম্ফাসিস (Mphasis) কোম্পানির সিইও পদে রয়েছেন এবং বছরে ৬০ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি। নিতিন রাকেশ, আইটি পরিষেবা শিল্পে ২০১৭ সালের জানুয়ারিতে এমম্ফাসিস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালক হিসাবে যোগদান করেন।

সন্দীপ কালরা । Sandeep Kalra :

পার্সিসট্যান্ট সিস্টেমসের সিইও সন্দীপ কালরা (Sandeep Kalra) এর বছরে বেতন ৬২ কোটি টাকা। অর্থাৎ মাসে ৫.১৬ কোটি টাকা। পারসিস্টেন্ট সিস্টেমের নির্বাহী পরিচালক এবং সিইও সন্দীপ কালরা গত আর্থিক বছরে ₹৬১.৭ কোটি উপার্জন করেছেন। তাঁর বেতন প্রায় ৩১% বৃদ্ধি পেয়েছে।

অভয় ভুতাদা । Abhay Bhutada :

অভয় ভুতাদা (Abhay Bhutada) সিইও হিসেবে বছরে ৭৮ কোটি টাকা বেতন পান তিনি। পুনাওয়ালা ফিনকর্পের শীর্ষ পদে রয়েছেন অভয়। একীভূত সত্তার ব্যবস্থাপনা পরিচালক, সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা হিসেবে, অভয় 'পুনাওয়ালা গ্রুপে'র জন্য ঋণদানের ব্যবসা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই সহযোগিতাটি ঋণ প্রদানের ক্ষেত্রে ডিজিটাল-প্রথম পদ্ধতির উপর দৃষ্টি নিবদ্ধ করে।

থিয়েরি দেলাপোর্ত । Thierry Delaporte :

 এদেশের সিইওদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান থিয়েরি দেলাপোর্ত। উইপ্রোর (Wipro) সিইও পদে রয়েছেন তিনি। বছরে তাঁকে ৮২ কোটি টাকা বেতন দিয়ে থাকে এই তথ্য প্রযুক্তি সংস্থা। ২০২০-র ৬ই জুলাই থেকে ওই দায়িত্বে ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে অবশ্য গুরুত্বপূর্ণ এই পদ ছেড়ে দেন থিয়েরি। আইটি প্রধান উইপ্রো বিনয় ফিরাকে (Vinay Fira) এশিয়া প্যাসিফিক, ভারত, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা (APMEA) কৌশলগত বাজার ইউনিট (SMU) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিযুক্ত করেছে এবং প্রধান নির্বাহী অর্থাৎ সিইও হিসেবে শ্রীনি পালিয়াকে (Srini Palia)  দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইলন মাস্ক (Elon Musk) সিইও হিসাবে এখনও পর্যন্ত সর্বোচ্চ বেতন পেয়েছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন, ইউএস ফার্মাসিউটিক্যাল কোম্পানি এলি লিলির সিইও ডেভিড এ. রিক্স,বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেট, মেটার মার্ক জুকারবার্গ, NVIDIA এর জেনসেন হুয়াং, গুগল সিইও সুন্দর পিচাই প্রমুখ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File