করোনা সংক্রমণ

গত দুদিনে তিন হাজারের নিচে রাজ্যের করোনা আক্রান্তের গ্রাফ, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উঃ ২৪ পরগনা

গত দুদিনে তিন হাজারের নিচে রাজ্যের করোনা আক্রান্তের গ্রাফ, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উঃ ২৪ পরগনা
Key Highlights

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৫৯ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। তবে এর মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ৫৮১ জন। সেখানকার ৫৮১ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। 

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে সেখানে সংক্রমিত ৪৮৭ জন। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। একদিনে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। সংক্রমণের নিরিখে একশোর গণ্ডি পেরিয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া। ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে সংক্রমিত দশের নিচে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৭০, ৮৫৮।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে পজিটিভ কেস ৩০৭৯১। হোম আইসোলেশনে আছেন ৩০, ২৪৭ জন। যা উদ্বেগ বাড়াচ্ছে প্রায় সকলের। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে ২১ হাজার ২৭৬ জন মারণ ভাইরাসের বলি। মৃত্যুহার ১.০৩ শতাংশ। 

ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে সকলের। তবে এই পরিস্থিতিতে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। কারণ, করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৬ জন। ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২০ লাখ ১৮ হাজার ৭৯১ জন। 


West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Howrah South Point Foundation | ৫০ বছর ধরে প্রতিবন্ধী ও দুস্থ শিশুদের অভিভাবক হাওড়া সাউথ পয়েন্ট সোশ্যাল ওয়েলফেয়ার আন্ড কম্যুনিটি ডেভেলপমেন্ট সেন্টার!
Successful Businessman | ভারতের সফল ব্যবসায়ী রতন টাটা,ধীরুবাই আম্বানি,গৌতম আদানির প্রথম চাকরি কী ছিল জানেন? কেউ কাজ করতেন গ্যাস স্টেশনে, কেউ ওষুধের দোকানে!
Gandhi Jayanti | 'জাতি ও অহিংসার জনক'! গান্ধীজির শ্রদ্ধার্ঘ্যে একই দিন পালন 'আন্তর্জাতিক অহিংসা দিবস'!
R Praggnanandhaa | বিশ্বের এক নম্বর দাবাড়ুকেও চমক দিচ্ছে সাদামাটা ১৮ বছরের তরুণ! কে এই প্রজ্ঞানন্দ?
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
একজন ভারতীয় ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী | Biography of an Indian novelist Bankim Chandra Chatterjee