করোনা সংক্রমণ

গত দুদিনে তিন হাজারের নিচে রাজ্যের করোনা আক্রান্তের গ্রাফ, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উঃ ২৪ পরগনা

গত দুদিনে তিন হাজারের নিচে রাজ্যের করোনা আক্রান্তের গ্রাফ, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উঃ ২৪ পরগনা
Key Highlights

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৫৯ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। তবে এর মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ৫৮১ জন। সেখানকার ৫৮১ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। 

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে সেখানে সংক্রমিত ৪৮৭ জন। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। একদিনে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। সংক্রমণের নিরিখে একশোর গণ্ডি পেরিয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া। ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে সংক্রমিত দশের নিচে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৭০, ৮৫৮।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে পজিটিভ কেস ৩০৭৯১। হোম আইসোলেশনে আছেন ৩০, ২৪৭ জন। যা উদ্বেগ বাড়াচ্ছে প্রায় সকলের। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে ২১ হাজার ২৭৬ জন মারণ ভাইরাসের বলি। মৃত্যুহার ১.০৩ শতাংশ। 

ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে সকলের। তবে এই পরিস্থিতিতে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। কারণ, করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৬ জন। ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২০ লাখ ১৮ হাজার ৭৯১ জন। 


Trump Tariff | ২৪ ঘন্টার মধ্যে ভারতের ওপর 'উল্লেখযোগ্য'ভাবে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি ট্রাম্পের!
Medicine Price | কমলো ওষুধের দাম! অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামলের মতো ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের রিটেল প্রাইস কমালো কেন্দ্র!
DA Case | 'প্রয়োজনে রোজ ডিএ মামলার শুনানি হবে', রাজ্যের আবদেন ফিরিয়ে সাফ জানালো সুপ্রিম কোর্ট!
Operation Akhal | চলছে ‘অপারেশন আখাল’, তিনদিনের মাথায় নিকেশ ২ জঙ্গি, আহত ১ জওয়ান
Priyojit Ghosh | জিমে হার্ট অ্যাটাক! অকালে প্রাণ হারালেন বাংলার উদীয়মান তরুণ ক্রিকেটার
Local Train | রেল যাত্রীদের জন্য সুখবর,শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে চলবে অতিরিক্ত ১০টি লোকাল ট্রেন!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo