বেশ কয়েকবছর পর দেশে ফিরেই দারুণ সুখবর দিলেন মোনালি ঠাকুর | Monali Thakur and Soham Majumdaar starrer film dukaan

Thursday, December 9 2021, 1:10 pm
বেশ কয়েকবছর পর দেশে ফিরেই দারুণ সুখবর দিলেন মোনালি ঠাকুর | Monali Thakur and Soham Majumdaar starrer film dukaan
highlightKey Highlights

জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর গানের পাশাপাশি অল্প সল্প অভিনয়ও করেছেন। গত প্রায় দু’বছরের বেশি সময় তিনি সুইজারল্যান্ডে কাটিয়েছেন। বর্তমানে দেশে ফিরেই দারুণ এক ঘোষণা করলেন তিনি।


রোম্যান্টিক থেকে পেপি নম্বর সবেতেই সুপারহিট মোনালি ঠাকুর। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর গানের ভক্ত। ২০১৭ সালে বিদেশি পাত্র  মাইককে বিয়ে করে সেখানেই সংসার পাতেন মোনালি। দু’বছরের ও বেশি সময় সুইজারল্যান্ডে কাটানোর পর বর্তমানে কলকাতাতেই থাকছেন মোনালি।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে এক সুখবর ঘোষণা করেন মোনালি

গানের পাশাপাশি বলিউড-টলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন মোনালি। তাঁর অভিনয় দক্ষতাতেও মুগ্ধ হয়েছেন দর্শক। এবার সোশ্যাল মিডিয়াতেই এক দারুণ সুখবর খোলসা করেন মোনালি। ফের নতুন ছবির শ্যুটিং শুরু করলেন মোনালি। সম্ভবত শুটিং ফ্লোর থেকেই একটি ছবি পোস্ট করে মোনালি লিখেছেন, ‘And the shoot has begun. New Movie’।

নতুন ভূমিকায় নিজের ভক্তদের কাছে ফিরছেন মোনালি ঠাকুর
নতুন ভূমিকায় নিজের ভক্তদের কাছে ফিরছেন মোনালি ঠাকুর

গায়িকা থেকে অভিনেত্রী, শুরু করলেন নতুন একটি ছবির কাজ

অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে নতুন একটি ছবির কাজ শুরু করলেন গায়িকা। এই নতুন ছবি 'দুকান'(Dukaan)-এ দেখা যাবে মোনালি ঠাকুরকে। গত বুধবার গুজরাটে এই ছবির শুটিং শুরু করেছেন মোনালি এবং 'দুকান'এর পুরো টিম।

মোনালি ঠাকুর
মোনালি ঠাকুর




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File