Srinjoy Bose | সবুজ-মেরুন সচিবের ফোন হ্যাক করে চাওয়া হচ্ছে টাকা! সাইবার পুলিশের দ্বারস্থ সৃঞ্জয় বোস

শুক্রবার সকালে সৃঞ্জয় বোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়।
এবার সাইবার প্রতারণার কবলে মোহনবাগান ক্লাব সচিব সৃঞ্জয় বোস। ফেসবুকে পোস্ট করে সবুজ মেরুন সচিব জানিয়েছেন শুক্রবার সকালে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি লিখেছেন, ‘আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পাঠানো সমস্ত মেসেজ অনুগ্রহ করে উপেক্ষা করুন।’ পুলিশ জানিয়েছে, হ্যাকাররা সৃঞ্জয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে তাঁর পরিচিতদের কাছে টাকাও চাইছিল। প্রতারকের ফাঁদে পা দিয়ে টাকাও দিয়েছেন অনেকে। সবাইকে সতর্ক করতেই ফেসবুক পোস্ট করেছেন সচিব। তদন্তে নেমেছে পুলিশ।