Ravindra Jadeja | জাড্ডু-র জাদু, ইডেনে ৪০০০ রানের গন্ডি ছুঁয়ে কপিল দেবের ক্লাবে প্রবেশ রবীন্দ্র জাদেজার

Saturday, November 15 2025, 4:30 pm
highlightKey Highlights

বিশ্বক্রিকেটের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের পাশাপাশি ৪০০০ রান সম্পূর্ণ করেন।


ইডেনে খেলতে নেমেই রেকর্ড গড়লেন ভারতীয় দলের অলরাউন্ডার তারকা রবীন্দ্র জাদেজা। টেস্টের দ্বিতীয় দিনে ৪৪তম ওভারে ১০ রান করা মাত্র তাঁর রানের সংখ্যা ছুঁল ৪০০০। বিশ্বক্রিকেটের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের পাশাপাশি ৪০০০ রান সম্পূর্ণ করলেন তিনি। ইয়ান বথাম, কপিল দেব এবং ড্যানিয়েল ভেত্তোরিদের সাথে এক সারিতে নাম উঠলো তারকার। ক্রিকেট কেরিয়ারে ৫২০০ রানের পাশাপাশি ৩৮৩ উইকেট নেন বথাম। কপিল দেবের রান ৫২৪৮, উইকেট সংখ্যা ৪৩৪। ভেত্তোরি করেছেন ৪৫৩১ রান, উইকেট সংখ্যা ৩৬২।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File