Lalu Prasad Yadav | ভেঙে টুকরো টুকরো হচ্ছে লালু-পরিবার, রোহিণীর পর বাড়ি ছাড়লেন আরও তিন কন্যা

Sunday, November 16 2025, 4:08 pm
highlightKey Highlights

এদিন লালুর আরও তিন মেয়ে রাজলক্ষ্মী, রাগিনী ও চান্দা পাটনার বাড়ি ছেড়েছেন সন্তানদের সঙ্গে নিয়ে।


শনিবার লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তিনি রাজনীতি ছাড়ছেন। পরিবারের সাথেও সম্পর্ক রাখতে চাইছেন না রোহিণী। সূত্রের খবর, রবিবার লালুর আরও তিন মেয়ে রাজলক্ষ্মী, রাগিনী ও চান্দা সন্তানদের সঙ্গে নিয়ে পাটনার বাড়ি ছেড়ে দিল্লি চলে গিয়েছেন। স্পষ্টতই বিহারের সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবার ভেঙে ফালাফালা হচ্ছে। উল্লেখ্য, বাড়ি ছাড়ার কারন হিসেবে রোহিনী জানিয়েছেন, তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তাঁকে মারতে তাঁর দিকে জুতোও তোলা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File