Duyare Swasthya | এক গাড়িতেই মিলবে ডাক্তার, করা যাবে USG থেকে ব্লাড টেস্ট! শালবনিতে ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’র উদ্বোধন স্বাস্থ্য দপ্তরের
Sunday, November 16 2025, 4:35 am
Key Highlightsশালবনিতে ‘জয় জোহার’ মেলার প্রথম দিনই এই ‘ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র’-এর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া।
শনিবার, ১৫ নভেম্বর শালবনিতে বীরসা মুন্ডার ১৫১তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত ‘জয় জোহার’ মেলার প্রথম দিনে ‘ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র’-এর উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে অত্যাধুনিক ১৩টি অ্যাম্বুল্যান্স বা মোবাইল মেডিক্যাল ইউনিট তুলে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে। গাড়িতেই থাকবে পোর্টেবল এক্স-রে, ইসিজি, অটো এনালাইজার, সেল কাউন্টার, ইনকিউবেটর। হবে ইসিজি (ECG), ইউএসজি (USG), এক্সরে সহ ৩৫ ধরনের ব্লাড টেস্ট।
- Related topics -
- রাজ্য
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- পশ্চিম মেদিনীপুর
- স্বাস্থ্যদপ্তর
- স্বাস্থ্য
- স্বাস্থ্যকেন্দ্র
- স্বাস্থ্য কর্মী
- পশ্চিমবঙ্গ

