Bihar Election Result | কুর্সিতে 'নীতীশ'-ই? বিহারে মুখ্যমন্ত্রী পদ নিয়ে বাড়ছে জল্পনা, জরুরি বৈঠকে জেডিইউ
Friday, November 14 2025, 2:14 pm
Key Highlightsভোট বিশেষজ্ঞদের দাবি, নীতিশ নন, মুখ্যমন্ত্রী পদে দেখা যাবে নয়া কোনো মুখকে।
পড়শি রাজ্যে সকাল থেকে চলছে ভোটগণনা। রাজধানী পাটলিপুত্রে নিশ্চিত জয়ের পথে এনডিএ জোট। নীতিশ কুমার ম্যাজিকেই জিতছে এনডিএ, দাবি এক্সিট পোলের। ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে একটি টুইট করে জেডিইউ দাবি করে, ‘বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশ ছিলেন এবং আগামী দিনেও থাকবেন।’ যদিও তাৎপর্যপূর্ণ ভাবে সেই টুইট ডিলিট করে দেওয়া হয়েছে। ভোট বিশেষজ্ঞদের দাবি, নীতিশ নন, মুখ্যমন্ত্রী পদে দেখা যাবে নয়া কোনো মুখকে। ইতিমধ্যেই বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
- Related topics -
- রাজনৈতিক
- দেশ
- বিহার
- রাজনীতি
- রাজনীতিবিদ
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশনার
- পুরভোট
- ভোট প্রচার
- ভোটার কার্ড
- নির্বাচনের ফলাফল
- নীতিশ কুমার

