ISL । সমর্থকদের নিউ ইয়ার গিফট! হায়দ্রাবাদের ম্যাচের টিকেট ফ্রি দেবেন মোহনবাগান সচিব সঞ্জীব গোয়েঙ্কা

Sunday, December 15 2024, 3:28 am
highlightKey Highlights

এক গোলে পিছিয়ে থেকেও মোহনবাগান অবিশ্বাস্য জয় তুলেছে । আনন্দে সমর্থকদের নতুন বছরের আগাম উপহার দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। পরের হোম ম্যাচ অর্থাৎ, ২ জানুয়ারি হায়দরাবাদ ম্যাচে সমর্থকদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে।


গতকাল মোহনবাগানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপার জায়েন্টের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা। হাড্ডাহাডি ম্যাচে তাঁকে অস্থির মুডে দেখা যায়। ম্যাচ চলাকালীন কার্যত দাঁড়িয়েই কাটান তিনি।  এক গোলে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত মোহনবাগান অবিশ্বাস্য জয় তুলে নেওয়ায় খুশিতে ডগমগ তিনি। স্টেডিয়াম ছাড়ার আগে সমর্থকদের নতুন বছরের উপহারও দিলেন। পরের হোম ম্যাচ সমর্থকদের জন্যে ফ্রি করে দিলেন তিনি। অর্থাৎ, ২ জানুয়ারি মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচের  টিকিট দেওয়া হবে বিনামূল্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File