Mohun Bagan-Jamshedpur FC | ISLর পর এবার RFDL-এ জামশেদপুরকে হারিয়ে ফাইনালে মোহনবাগান!
Thursday, April 10 2025, 11:38 am

RFDL এ ২০২৪ থেকে ২৫'এর সেমিফাইনালে জামশেদপুরের রিজার্ভ দলকে ৫ গোলে হারালো মোহনবাগানের রিজার্ভ দল।
জামশেদপুর এফসিকে দুই লেগের সেমিফাইনালে পরাজিত করে চলতি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে উঠেছে সবুজ মেরুন শিবির। এবার RFDL এ ২০২৪ থেকে ২৫'এর সেমিফাইনালে জামশেদপুরের রিজার্ভ দলকে ৫ গোলে হারালো মোহনবাগানের রিজার্ভ দল। বৃহস্পতিবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে অনুষ্ঠিত সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ৫:১ গোলে বিধ্বস্ত করল মোহনবাগান। আর এই জয়ের জেরে RFDLর ফাইনালের টিকিট নিশ্চিত করে করলো মোহনবাগান। ক্লাসিক এফএর বনাম এফসি গোয়ার ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে মাঠে নামবে মোহনবাগান।