Mohun Bagan-Jamshedpur FC | ISLর পর এবার RFDL-এ জামশেদপুরকে হারিয়ে ফাইনালে মোহনবাগান!

Thursday, April 10 2025, 11:38 am
highlightKey Highlights

RFDL এ ২০২৪ থেকে ২৫'এর সেমিফাইনালে জামশেদপুরের রিজার্ভ দলকে ৫ গোলে হারালো মোহনবাগানের রিজার্ভ দল।


জামশেদপুর এফসিকে দুই লেগের সেমিফাইনালে পরাজিত করে চলতি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে উঠেছে সবুজ মেরুন শিবির। এবার RFDL এ ২০২৪ থেকে ২৫'এর সেমিফাইনালে জামশেদপুরের রিজার্ভ দলকে ৫ গোলে হারালো মোহনবাগানের রিজার্ভ দল। বৃহস্পতিবার নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে অনুষ্ঠিত সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ৫:১ গোলে বিধ্বস্ত করল মোহনবাগান। আর এই জয়ের জেরে RFDLর ফাইনালের টিকিট নিশ্চিত করে করলো মোহনবাগান। ক্লাসিক এফএর বনাম এফসি গোয়ার ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে মাঠে নামবে মোহনবাগান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File