Narendra Modi on America | দুদিনের সফরে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পেলেন রাজকীয় অভ্যর্থনা, আজ বৈঠক ট্রাম্পের সঙ্গে

দুদিনের সফরে আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাঁকে। আজ বৃহস্পতিবার তিনি আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।
ফ্রান্স সফর সেরেই আমেরিকার দিকে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোর রাতে তাঁর বিমান নামলো মার্কিন মুলুকে। সেখানে তাঁকে স্বাগত জানালেন মার্কিন আধিকারিক ও আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা। আজ বৃহস্পতিবাবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন। সূত্রের খবর, এই মিটিংয়ের লাইভ স্ট্রিমিং হতে পারে। শুল্ক বাড়ানো এবং ভারতীয় নাগরিক অভিবাসন নিয়ে আলোচনা হতে পারে তাদের মধ্যে। গতবারের মতো এবারেও দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব অটুট থাকে কিনা সেটাই দেখার।