বিনোদন

Shefali Jariwala | ৪২-এই প্রয়াত ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালা, হৃদরোগ কাড়লো জীবন

Shefali Jariwala | ৪২-এই প্রয়াত ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালা, হৃদরোগ কাড়লো জীবন
Key Highlights

মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালার জীবনাবসান। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সেই অকাল প্রয়াণ অভিনেত্রীর।

মাত্র ৪২ বছর বয়সেই অকাল প্রয়াণ বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন শেফালি। রাত ১১.২৫ মিনিটে তাঁর স্বামী পরাগ ত্যাগী ও তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা তাঁকে মুম্বইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। ২০০২এ লতা মঙ্গেশকরের গাওয়া ‘কাঁটা লগা’ গানটির রিমিক্স ভার্সনে শেফালির নাচ আর ড্রেস তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ।