Mock Drill | বৃহস্পতিবার দেশে ফের মক ড্রিল! তৎপর সীমান্ত লাগোয়া রাজ্যগুলি
Wednesday, May 28 2025, 2:30 pm
Key Highlightsসীমান্তে বিপদ এখনও কমেনি। কেন্দ্রের তরফে এল বড় আপডেট। আবার হতে চলেছে মক ড্রিল।
পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর কিছুটা স্বাভাবিক রয়েছে সীমান্ত। তবে আশঙ্কা যে এখনও কাটেনি তা বোঝা যাচ্ছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ফের মক ড্রিল হতে চলেছে পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে। তালিকায় নাম রয়েছে গুজরাট, পঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীরের। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ফের অন্ধকারে ঢাকতে চলেছে রাজ্যগুলি। বাজবে সাইরেনও, জানিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই ঐসব রাজ্যের বাসিন্দাদের সতর্ক করা প্রক্রিয়া শুরু করা হয়েছে। আবার সন্ত্রাস ছড়ানোর চেষ্টা হতে পারে, আশঙ্কা নয়াদিল্লির।

