শুটিং ফ্লোরে অসুস্থ মিঠুন চক্রবর্তী! পেটে সংক্রমণ, যন্ত্রণা নিয়েই দিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির শট।
Monday, December 21 2020, 9:21 am
Key Highlightsমুসৌরিতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সেটে গুরুতর অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী জানান, ছবির বেশ গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল। আর সেই দৃশ্যের কেন্দ্রে ছিলেন মিঠুন। সকাল থেকেই পেটের সমস্যা শুরু হয়েছিল। সিন করতে গিয়ে তা নাকি আরও বাড়ে। প্রবল ব্যথায় কষ্ট পাচ্ছিলেন মহাগুরু। কিন্তু শুটিং বন্ধ হতে দেননি। গোটা সিন শেষ করেন। কিন্তু পরের শটগুলি সেদিন আর দিতে পারেননি। আজকের প্রজন্মের কিংবা আগের প্রজন্মের অভিজ্ঞ কোনও অভিনেতাকে এত ব্যথা সহ্য করে এভাবে শট দিতে দেখেননি বলেই জানান পরিচালক। তাঁর অসুস্থতায় শুটিংয়ের কতটা ব্যঘাত হল, সেই খোঁজও নেন পরিচালকের কাছে।
- Related topics -
- সেলিব্রিটি
- টলিউড
- মিঠুন চক্রবর্তী
- অসুস্থ

