Chandranath Sinha | সাতসকালে ইডি দপ্তরে হাজিরা দিলেন কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ
Thursday, September 25 2025, 4:49 pm

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এই তৃণমূল নেতা আদালতের নির্দেশ মেনে এদিন হাজির হন।
পার্থ চট্টোপাধ্যায়ের পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকা দ্বিতীয় মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিংহ। আজ সাতসকালে আদালতের নির্দেশ মেনে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আদালত জানিয়েছিল, তাঁকে হেফাজতে নিতে পারবেন না ইডি। তাই জিজ্ঞাবাদের তলব করা হয়েছিল তাঁকে। এদিন খালি হাতেই ইডি দফতরে পৌঁছলেন তিনি। এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও নথি চাওয়া হয়নি বলেই খবর।