IndiGo flight | মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, টেকঅফের আধঘন্টার মধ্যেই অবতরণ ইন্ডিগোর উড়ানের
Friday, June 20 2025, 6:42 am
Key Highlightsটেকঅফের কয়েক মিনিটের মধ্যেই চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ ইন্ডিগোর উড়ানের।
ফের বিমান বিপত্তি। সূত্রের খবর, এদিন সকাল ৭.৫৫ মিনিটে চেন্নাই বিমানবন্দর থেকে মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা হয় ইন্ডিগোর বিমান। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট ঝুঁকি নেননি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে টেক অফের আধ ঘন্টার মধ্যেই চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। ওই বিমানে পাইলট এবং ক্রু মেম্বার সহ ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন। বিমানবন্দর কতৃপক্ষ সূত্রে খবর, সকলেই নিরাপদ এবং সুস্থ রয়েছেন। যাত্রীদের মাদুরাই পাঠাতে বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ইন্ডিগো
- ইন্ডিয়া গো বিমান
- বিমান
- ভারতীয় বিমান
- বিমান দুর্ঘটনা
- বিমান চালক
- বিমান পরিষেবা
- চেন্নাই

