প্রয়াত মাইক্রোসফট কর্তার ছেলে, সন্তান হারালেন সত্য নাদেলা

Tuesday, March 1 2022, 12:21 pm
highlightKey Highlights

সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সত্য নাদেলা-র সন্তান জ়েন নাদেলা।


প্রয়াত মাইক্রোসফট (Microsoft) সিইও সত্য নাদেলার সন্তান জ়েন নাদেলা। মাত্র ২৬ বছর বয়সে মৃত্যু হয় জাইনের। জন্মের পর থেকেই সেরিব্রাল পলসি (Cerebral Palsy)-রোগে আক্রান্ত ছিলেন তিনি। সন্তানের মৃত্যু-সংবাদ নিজেই জানিয়েছেন সত্য নাদেলা।

মাইক্রোসফট সিইও সত্য নাদেলা
মাইক্রোসফট সিইও সত্য নাদেলা

আজ সকালে তিনি তাঁর সংস্থার আধিকারিকদের কাছে একটি মেইল করে সেখানে তার পুত্র সন্তান মারা যাওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও তিনি ওই মেইলে লেখেন, প্রত্যেকে যেন নিজের পরিজনদের জন্য প্রার্থনা করে। ২০১৪ সালে মাইক্রোসফট -এর CEO পদে বসেন সত্য নাদেলা (Satya Nadella)। তারপর সংস্থার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তিনি। 

Trending Updates
ছোট্ট জেইন নাদেলা
ছোট্ট জেইন নাদেলা

গতবছর Microsoft এর সঙ্গে যুক্ত হয় একটি একটি শিশুদের হাসপাতাল। যেখানে সত্য নাদেলার সন্তানের চিকিৎসা করা হত। Microsoft এবং ওই হাসপাতালের যৌথ উদ্যোগে শিশুদের ব্রেন সংক্রান্ত কোনও সমস্যার চিকিৎসা করাতে একটি বিশেষ বিভাগ তৈরি করা হয়।

সেরিব্রাল পালসিmicrosoft-
সেরিব্রাল পালসিmicrosoft-

সেরিব্রাল পালসি (Cerebral Palsy) হল সাধারণত একটি নার্ভ সংক্রান্ত সমস্যা। জন্মের সময় অথবা ভ্রুন অবস্থায় থাকায় সময় ব্রেনের গঠন সঠিক ভাবে হয় না। ফলে নার্ভের একাধিক সমস্যা দেখা যায়। যার ফলে হাত, পা এবং শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গের উপর নার্ভের কোনও কন্ট্রোল থাকে না। ফলে কোনও কাজ করা সম্ভব হয় না এমনকী এই রোগে আক্রান্ত ব্যক্তি নড়াচড়াও করতে পারে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File