New York Accident | ব্রুকলিন ব্রিজে ধাক্কা মেক্সিকান জাহাজের, আহত ৩৫ জন

Sunday, May 18 2025, 5:08 am
highlightKey Highlights

আমেরিকার নিউ ইয়র্ক শহরে প্রোমোশনাল ট্যুরে এসে দুর্ঘটনার কবলে মেক্সিকোর নৌবাহিনীর একটি জাহাজ।


আমেরিকার নিউ ইয়র্কে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার রাত ৯টা নাগাদ নিউ ইয়র্কের ইস্ট নদী পার হচ্ছিলো মেক্সিকো নেভির অ্যাকাডেমির ট্রেনিং ভেসেল। সেই সময় ব্রুকলিন ব্রিজে ধাক্কা খায় জাহাজের পাল। ভেঙে যায় পালের একাংশ। সূত্রের খবর, ওই জাহাজে ২৭৭ জন মেক্সিকান যাত্রী ছিলেন। আহত হয়েছে ৩৫ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রসঙ্গত, নিউ ইয়র্ক শহরে প্রোমোশনাল ট্যুরে এসেছিল জাহাজটি। আইসল্যান্ড, সেন্ট মালো, ফ্রান্স, স্কটল্যান্ড সহ বিভিন্ন দেশ মিলিয়ে মোট ৮৪টি বন্দরে যাওয়ার কথা ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File