West Bengal Weather | ঝড়-বৃষ্টির মধ্যেই তীব্র তাপদাহর সতর্কতা! ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ! বইবে লু!

Thursday, March 28 2024, 11:32 am
highlightKey Highlights

রোববার পর্যন্ত বৃষ্টির সতর্কতা বঙ্গে। তবে ঝড়-বৃষ্টির মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা রাজ্যে রাজ্যে। আবহাওয়া দফতর আইএমডি জানিয়েছে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে।


দিনে গরম সন্ধ্যায় ঝড়-বৃষ্টি, মার্চেরর শেষে এমনই পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। ঝড়-বৃষ্টির মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা রাজ্যে রাজ্যে। আবহাওয়া দফতর আইএমডি জানিয়েছে বড় আপডেট। প্রচণ্ড গরমে তাপপ্রবাহ চলতে পারে একাধিক রাজ্যে। বাদ নেই পশ্চিমবঙ্গও। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে সতর্ক করল আইএমডি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একাধিক রাজ্যে গত কয়েকদিন ধরেই চলেছে ঝড়-বৃষ্টির দুর্যোগ। সেই প্রভাব কাটতে না কাটতেই এবার ভয় দাবদাহের।

 বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস বঙ্গে!

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আজ, বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার পরে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সঙ্গে জায়গায় জায়গায় ৫০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এই আবহে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা। এদিকে উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে আজ উত্তরের কোনও জেলার জন্য সতর্কতা জারি করা হয়নি। হাওয়া অফিস পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) প্রসঙ্গে জানাচ্ছে, দক্ষিণবঙ্গে এখন তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও আগামী শনিবার থেকে ২রা এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সাইক্লোন ন্যাভেলের (Cyclone Neville) ভয় তো রয়েইছে।

Trending Updates
 ঝড়-বৃষ্টির মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা রাজ্যে রাজ্যে
 ঝড়-বৃষ্টির মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা রাজ্যে রাজ্যে

 ২৯সে মার্চ, শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এই জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনাও আছে। এই আবহে এই জেলাগুলিতে শুক্রবারের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে এদিন। এদিকে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের পাহাড়ি দুই পাহাড়ি জেলা - দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্কই থাকবে। এদিকে উত্তরবঙ্গেও কয়েকদিন পর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর শনি-রবি উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তাই সব জেলাতেই হলুদ সর্কতা জারি থাকবে এই দু'দিনের জন্য।  

 শনিবার, ৩০ মার্চ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ ঝড়বৃষ্টি হতে পারে। এর জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় সেদিন হলুদ সতর্কতা জারি থাকবে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। সেদিন ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। এই পাঁচ জেলায় সেদিন হলুদ সতর্কতা জারি থাকবে। এরপর আগামী সপ্তাহের সোমবার, ১ এপ্রিল বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। 

দক্ষিণবঙ্গে এখন তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও ২রা এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে
দক্ষিণবঙ্গে এখন তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও ২রা এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে

৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রার পারদ!

ঝড় -বৃষ্টির মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা একাধিক রাজ্যে। পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে, সতর্ক করল আইএমডি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একাধিক রাজ্যে গত কয়েকদিন ধরেই চলেছে ঝড়-বৃষ্টির দুর্যোগ। সেই প্রভাব কাটতে না কাটতেই এবার ভয় দাবদাহের। কর্ণাটক, গুজরাত এবং রাজস্থানের একাধিক অংশে ইতিমধ্যেই পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে এবং আবহাওয়া বিভাগ তাপপ্রবাহের লু সতর্কতা জারি করেছে এই রাজ্যগুলিতে।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার গতিপ্রকৃতি পরিবর্তন হতে দেখা যাচ্ছে লক্ষণীয় ভাবে। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে আবার কোথাও কোথাও বৃষ্টিতে আবহাওয়া মনোরম হয়েছে। তবে দেশের বেশির ভাগ অংশে চাঁদিফাটা গরম আর তীব্র দাবদাহে মানুষের অবস্থা ইতিমধ্যেই শোচনীয়। আবহাওয়া দফতর কর্ণাটক, গুজরাত এবং রাজস্থানের অনেক জায়গায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করেছে ইতিমধ্যেই। এই তিন রাজ্যে এরপর আগামী দু’দিন তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। লু সতর্কতা জারি করেছে আইএমডি। ইতিমধ্যেই গুজরাতের ভুজে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, রাজকোটে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস, আকোলায় ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ওয়াশিমে ৪১.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে পারদ। আবহাওয়া অধিদফতরের মতে, যখন একটি কেন্দ্রের সর্বোচ্চ তাপমাত্রা সমভূমিতে কমপক্ষে ৪০ ডিগ্রি সেলসিয়াস, উপকূলীয় এলাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি এলাকায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয় তখন তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দেয়।

পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে, সতর্ক করল আইএমডি
পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে, সতর্ক করল আইএমডি

অন্যদিকে, উত্তর পূর্ব ভারতের আবহাওয়া গত ২৪ ঘণ্টায়, উত্তর-পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। সিকিম এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এতে গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন মানুষ। আজও উত্তর-পূর্ব ভারতের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তর রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং কর্ণাটকের উত্তর উপকূলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে এদিন। আজ পশ্চিম হিমালয়ের উপরের দিকের এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পঞ্জাব ও হরিয়ানা-দিল্লির কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File