Lionel Messi । অলিম্পিক্সে আর্জেন্টিনার 'সিনিয়র ফুটবলার' হিসেবে খেলবেন না মেসি! কারণ জানালেন নিজেই!
Thursday, June 13 2024, 7:56 pm
Key Highlightsঅলিম্পিক্সে খেলবেন না লিয়োনেল মেসি। আগামী জুলাই মাসে শুরু হবে অলিম্পিক্স।
অলিম্পিক্সে খেলবেন না লিয়োনেল মেসি। আগামী জুলাই মাসে শুরু হবে অলিম্পিক্স। তবে আর্জেন্টিনার হয়ে মেসি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন নিজেই। বয়সের কারণেই খেলবেন না মেসি। অলিম্পিক্সে সব দলকেই অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে খেলতে হয়। কিন্তু সেই দলে তিন জন সিনিয়র ফুটবলারকে খেলানো যায়। তবে আর্জেন্টিনার হয়ে মেসি সেই তিন জনের এক জন হতে রাজি নন। যদিও ২১ জুন থেকে শুরু হতে চলা কোপা আমেরিকায় দেশের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা
- অলিম্পিক্স

