ফের মুখোমুখি রোনাল্ডো-মেসি, দুই মহা তারকার মহা লড়াই ফেব্রুয়ারিতে

Thursday, December 16 2021, 1:05 pm
highlightKey Highlights

২০২২ এর ফেব্রুয়ারিতে ফুটবলের আঙিনায় মুখোমুখি হতে চলেছে মেসি-রোনাল্ডো। অধীর আগ্রহ সহকারে তাকিয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা।


আবার মুখোমুখি হচ্ছেন প্রখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিয়োনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ফের হতে চলেছে টানটান লড়াই। সোমবার অর্থাৎ ১৩ই ডিসেম্বর, ২০২১ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সূচি প্রকাশিত হয়েছে। সেখানেই ঠিক হয় মেসির প্যারিস সঁ জঁ ও রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একে অপরের মুখোমুখি হচ্ছে।

লিয়োনেল মেসি
লিয়োনেল মেসি

সাধারণত, এই দুই দলের সাক্ষাৎ নিয়ে আগে কোনও উৎসাহ ছিল না। শুধুমাত্র উল্লেখযোগ্য ম্যাচের তকমা পেত। কিন্তু মেসি প্যারিসে এবং রোনাল্ডো ম্যাঞ্চেস্টারে যোগ দেওয়ায় অন্য মাত্রা পেতে চলেছে এ বারের ম্যাচ। এই নিয়ে পরপর তিন বছর মুখোমুখি হচ্ছে দুই দল।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো
ক্রিস্টিয়ানো রোনাল্ডো

গত ২০১৮-১৯ মরসুমে প্রথম সাক্ষাতে ম্যাঞ্চেস্টারে গিয়ে ২-০ গোলে জিতেছিল ; তাদের ৩-১ হারিয়ে দিয়েছিল ম্যাঞ্চেস্টার। অ্যাওয়ে গোলের সুবাদে পরের পর্বে যায় তারা। গত বছর গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। দুই দলই বিপক্ষের মাঠে গিয়ে জয় পেয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File