Plane Crash | ভেঙে পড়লো ওষুধ সরবরাহকারী বিমান! দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের!

Wednesday, August 6 2025, 6:32 am
highlightKey Highlights

মঙ্গলবার দুপুরের দিকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় চিলে এয়ারপোর্টে ভেঙে পরে ওষুধ সরবরাহকারী ছোট ডুয়াল প্রপেলার মেডিক্যাল পরিবহন বিমান বিচক্রাফ্ট ৩০০।


ফের মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ভেঙে পড়লো ওষুধ সরবরাহকারী বিমান। মঙ্গলবার দুপুরের দিকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় চিলে এয়ারপোর্টে ভেঙে পরে ওষুধ সরবরাহকারী ছোট ডুয়াল প্রপেলার মেডিক্যাল পরিবহন বিমান বিচক্রাফ্ট ৩০০। জানা গিয়েছে, ওই বিমানটি যখন একজন রোগীকে নিতে স্থানীয় একটি হাসপাতালে যাচ্ছিল, তখনই দুর্ঘটনা ঘটে। বিমানটি ভেঙে পড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয় চারজনের। কীভাবে ওই বিমান দুর্ঘটনা হয় তার তদন্ত করছে জাতীয় ট্র্যাফিক সেফটি ব্যুরো এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File