IND vs ENG | এজবাস্টন মাটিতে দীপ জ্বাললেন আকাশ-সিরাজ, ৪:৬ উইকেটে এগিয়ে গেলো ভারত

তৃতীয় দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ৬৪। ভারত এগিয়ে ২৪৪ রানে।
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে অধিনায়ক গিলের ২৬৯ প্রত্যাশা বাড়িয়েছিল। ভারতের ৫৮৭ রানের জবাবে পাল্টা ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান দাঁড়ায় ৩ উইকেটে ৭৭। এরই মাঝে ২২তম ওভারে মহম্মদ সিরাজ ফেরান জো রুট (২২) এবং বেন স্টোকসকে (০)। তবে স্মিথ ও ব্রুকের ৩০৩ রানের পার্টনারশিপ চিন্তা বাড়ায় ভারতের। আকাশ দীপ হ্যারি ব্রুকের উইকেট তুলতেই সমতা ফেরে। এদিনকার ম্যাচে সবমিলিয়ে ৪টি উইকেট নেন আকাশ দীপ। সিরাজ ঝুলিতে পোরেন ৬ উইকেট। তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ২৪৪ রানে।