R G Kar | সন্দীপের শ্যালিকার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ২০০ পাতার উত্তরপত্রের কপি
Friday, September 13 2024, 6:47 am

আরজি কর দুর্নীতি মামলায়, ইডি সন্দীপের শ্যালিকার ফ্ল্যাট থেকে পরীক্ষার কাগজপত্র ও সম্পত্তির দলিল উদ্ধার করে।
আরজি কর দুর্নীতি মামলায়, ইডি সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে পরীক্ষার উত্তরপত্রের কপি, টেন্ডারের কাগজপত্র, এবং সম্পত্তির দলিল উদ্ধার করেছে। ইডি সন্দীপের শ্যালিকা এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। শ্যালিকাও ইএসএআই হাসপাতালের ডাক্তার। উত্তরপত্রের কপি নিয়ে আর্থিক লেনদেন ছিল কিনা, তদন্ত চলছে। চিকিৎসক সুবর্ণ গোস্বামী দাবি করেন, এটা একটা সিন্ডিকেট, যেখানে সন্দীপরা মাঝের অংশ।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শহর কলকাতা
- দুর্নীতি