১৮ নয় ২১, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়াল কেন্দ্র | Minimum age of Marriage
ন্যূনতম বাড়ানোর উদ্যোগে একধাপ এগোল কেন্দ্র। এর আগে নীতি আয়োগের তরফেও মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার দিকে এবার একধাপ এগোল কেন্দ্র। ২০২০ সালের ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়েছে এই সংক্রান্ত প্রস্তাব। শীঘ্রই বিল আনা হতে পারে।
নিয়ম অনুযায়ী, এই নয়া প্রস্তাব কার্যকর করতে গেলে ভারত সরকারকে তিনটে আইনে, যথাক্রমে- Prohibition Of Child Marriage Act, Special Marriage Act, Hindu Marriage Act-এ পরিবর্তন করতে হবে। নীতি আয়োগের তরফে রয়েছেন জয়া জেটলি, স্বাস্থ্যমন্ত্রকের তরফে রয়েছেন ভি কে পল, নারী ও শিশুকল্যাণ মন্ত্রক, আইন মন্ত্রকের সদস্যরাও কমিটিতে রয়েছেন। কেন্দ্রীয় সরকার এবিষয়ে আগে থেকেই টাস্ক ফোর্স গঠন করেছেন। সেই টাস্ক ফোর্সের পরামর্শ ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় জমা পড়েছে।
কেন্দ্রীয় সরকারের মতানুযায়ী, ১৮ বছর বয়সে বিয়ে হলে মেয়েদের নানান ধরনের শারীরিক সমস্যায় সম্মুখীন হতে হয়। যেমন- অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয়, সন্তান ধারণ-এ সমস্যা হয়, ইত্যাদি। সেজন্য আইন এনে তা সমাধান করতে চায় সরকার।
- Related topics -
- দেশ
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- মহিলা
- কেন্দ্রীয় সরকার
- নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী