Cyclone Dana Effect | 'দানা'র তান্ডব থেকে ওড়িশা বঙ্গকে রক্ষা করলো ম্যানগ্রোভ! তবে মৃত বহু পরিযায়ী পাখি, লোকালয়ে ঢুকছে কুমীর সাপ
Friday, October 25 2024, 1:34 pm
Key Highlightsযেভাবে 'দানা' বন্যপ্রাণ তছনছ করে দেওয়ার আশঙ্কা করা হচ্ছিল, তার অনেকটাই রক্ষা করা সম্ভব হয়েছে এই ভিতরকণিকার ম্যানগ্রোভ অরণ্যের কারণে।
ঘূর্ণিঝড় 'দানা'র ভয়াবহ প্রভাব পড়লো না ওড়িশা ও পশ্চিমবঙ্গে। মেলেনি কোনও হতাহতের খবর। ঘূর্ণিঝড়ের তান্ডব থেকে দুই রাজ্যকেই রক্ষা করেছে ম্যানগ্রোভ। যেভাবে 'দানা' বন্যপ্রাণ তছনছ করে দেওয়ার আশঙ্কা করা হচ্ছিল, তার অনেকটাই রক্ষা করা সম্ভব হয়েছে এই ভিতরকণিকার ম্যানগ্রোভ অরণ্যের কারণে। তবে ভিতরকণিকা জাতীয় উদ্যানে বহু সংখ্যক পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে তাদের বাসা। ভিতরকণিকায় প্রায় ১০টি আলাদা আলাদা প্রজাতের দেড় লাখ পাখির বসবাস। লোকালয়ে কুমীর সাপ ঢুকছে বলেও আশঙ্কা।

