গ্রেপ্তার বনগাঁর যুবক, অভিযোগ ফেসবুকে বান্ধবীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অশ্লীল ছবি শেয়ার
Monday, January 18 2021, 11:12 am
Key Highlightsবান্ধবীর একাধিক অশ্লীল ছবি তুলে পরবর্তীতে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেগুলো পোস্ট করল এক যুবক। এই ঘটনায় যুবতীর অভিযোগের ভিত্তিতে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে পৃথ্বীশ মোহান্ত নাম একজনকে গ্রেপ্তার করলেন লালবাজারের সাইবার থানার আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, গত বছর ফেসবুকে ওই যুবকের সঙ্গে বীরভূমের বাসিন্দা এক যুবতীর আলাপ হয়। যুবতীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত যুবক তাঁর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। যুবতী রাজি না হলে সে দেখে নেওয়ার হুমকিও দেয়। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে গোলমালও হয়। তারই জেরে অভিযুক্ত যুবক তার বান্ধবীর নামে একাধিক ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলে। তাতে তাঁর অশ্লীল ছবিগুলি আপলোড করতে থাকে সে।
- Related topics -
- সাইবার ক্রাইম
- বনগাঁ
- গ্রেফতার
- ফেসবুক

