`স্বাস্থ্যসাথী কার্ড না নিলে প্রয়োজনে আইনি ব্যবস্থা`, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

'স্বাস্থ্যসাথী কার্ড না নিলে প্রয়োজন হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে', কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন সভাঘরে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন সমস্ত জেলার জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যাল কলেজে সুপাররা। স্রেফ কোভিড নয়, রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি ও স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও বৈঠক আলোচনা হয় বলে সূত্রের খবর। 

জেনে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ

  • রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, জেলা প্রশাসনকে  নির্দেশ রক্তদান শিবির করার উপর জোর দিতে হবে। রক্তদান শিবির করার জন্য উৎসাহ দিতে হবে ক্লাবগুলোকেও।
  • মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও ঝাড়গ্রাম জেলায় কোভিড টিকাকরণের হার এখনও ৯০ শতাংশের নিচে। টিকাকরণ বাড়াতে হবে।
  • জেলা হাসপাতাল থেকে রেফার করার প্রবণতা কমাতে হবে। অ-কোভিড রোগীদের চিকিৎসায় কোনো গাফিলতি করা যাবে না।
  •  স্বাস্থ্য কেন্দ্রগুলোর পরিকাঠামো আরো ভালো করতে হবে।
  •  হাসপাতালগুলোয় সারপ্রাইজ ভিজিট করতে হবে।
  • ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রাজ্যের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডে রাজ্যেই চিকিৎসা করানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, 'স্বাস্থ্যসাথী কার্ডে অন্য রাজ্যে চিকিৎসা করালে, আমাদের এখানকার টাকা অন্য রাজ্যে চলে যায়। আমি চাইব, আমাদের এখানকার টাকা এখানেই থাকুক'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File