তৃণমূলের রাজ্যে আসল ভিলেন কে, মোদীকে ক্লিনচিট দিয়ে জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনও রাখঢাক রাখলেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর তাঁর পূর্ণ আস্থা জ্ঞাপন করলেন।
রাজ্যে ইডি ও সিবিআই দাদাগির করছেন কাদের মদতে। কে আসল ভিলেন? জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিলেন পুরোপুরি। এবং আঙুল তুলে জানালেন আসল ভিলেন কারা।
মোদী বাদে গোটা বিজেপি কালপ্রিট, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি বললেন, "মোদী ভালো বিজেপি খারাপ। কেন মোদী ভালো, আর কারা রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাও প্রচ্ছন্নভাবেই জানালেন। তিনি আসলে জানালেন, নরেন্দ্র মোদী ভালো আর অমিত শাহ খারাপ! শুধু অমিত শাহই নয় মোদী বাদে বিজেপির পুরোটাই খারাপ। আর খারাপ রাজ্যের পদ্ম-নেতারা।"
সোমবার বিধানসভায় মমতা বলেন, আমি বিশ্বাস করি না যে, নরেন্দ্র মোদী ইডি-সিবিআই লেলিয়ে দিচ্ছেন। তিনি একাজ করতে পারেন না। আসলে এসব বিজেপি নেতাদের কাজ। তিনি বলেন আপনারা হয়তো অনেকেই জানেন যে, ইডি-সিবিআই আর প্রধানমন্ত্রীর দফতর দেখে না, দেখে স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ তিনি ঘুরিয়ে বুঝিয়েই দিলেন আসল লোক কে? রাজ্যে ইডি-সিবিআই নিয়ে তৎপরতা নিয়ে নিন্দা প্রস্তাব পেশ করে মমতা তা খোলাখুলিই জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করলেও স্পষ্ট করেই বলেই দেন, নরেন্দ্র মোদী ভালো আর অমিত শাহ খারাপ। কারণ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই ইডি-সিবিআই রাজ্যে সক্রিয়। আর সেইসঙ্গে রয়েছে রাজ্যের নেতাদের মদত। বিজেপি ইডি-সিবিআইকে সক্রিয় করছে শুধু নির্বাচনী ফায়দা তুলতে। ভোট এলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগায় বিজেপি।
মমতা বলছেন, এসব করছে বিজেপি। করছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। এটা আসলে বিরোধীদের এজেন্সি দিয়ে দমিয়ে রেখে যুদ্ধ জয়ের চেষ্টা। অভিযোগ, যখনই ভোট আসে রাজ্যে রাজ্য তৎপর হয় সিবিআই-ইডি। এটা বিজেপির প্রচ্ছন্ন মদতেই হয়। বিজেপি আদতে কোনও কাজ করে না। দমন-পীড়ন করে ক্ষমতার অলিন্দে থাকাই বিজেপির আসল উদ্দেশ্য। সেই কারণেই পরিকল্পিতভাবে ইডি-সিবিআইকে ব্যবহার করা হচ্ছে।
- Related topics -
- রাজনৈতিক
- মুখ্যমন্ত্রী
- মমতা ব্যানার্জী
- নরেন্দ্র মোদি
- তৃণমূল কংগ্রেস
- বিজেপি