Mamata Banerjee | ভাষা আন্দোলনের ডাক! দলকে প্রতি শনি-রবিবার জেলায় জেলায় মিটিং-মিছিল করার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর!
Monday, July 21 2025, 9:10 am
Key Highlightsধর্মতলায় ২১শে জুলাই, তৃণমূলের শহীদ স্মরণ সভা থেকে ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্তা ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ধর্মতলায় ২১শে জুলাই, তৃণমূলের শহীদ স্মরণ সভা থেকে ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্তা ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষারক্ষায় এদিনই কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, ২৭ জুলাই অর্থাৎ নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার জেলায় জেলায় মিটিং মিছিল হবে। নাগরিক সমাজকে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় আহ্বান জানালেন তিনি। মমতা বলেন, 'আমাদের কোনও ভাষার বিরুদ্ধে সমস্যা নেই। কিন্তু বাংলার ওপর কেন সন্ত্রাস হবে। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে।'

