'মা' প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী, ৫ টাকায় ভাত, ডাল, ডিম, সবজি দেওয়া হবে জানান মমতা বন্দ্যোপাধ্যায়

Monday, February 15 2021, 2:49 pm
highlightKey Highlights

বাজেটে ঘোষণা করেছিলেন। তার পক্ষকাল কাটার আগে নবান্নে 'মা' প্রকল্পের ভার্চুয়াল সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে গরিবদের ৫ টাকায় ভাত-ডাল, ডিম ও সবজির তরকারি দেওয়া হবে। আপাতত কলকাতার ১৪৪টি ওয়ার্ডের ১৬টি বরোয় শুরু হল এই প্রকল্প। মুখ্যমন্ত্রীর কথায়, 'পরীক্ষামূলকভাবে আপাতত চালু হল। পরে গোটা রাজ্যেই শুরু হয়ে যাবে।' এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন,'সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার। বহু গরিব মানুষ বাইরে কাজ করেন ঘরে খাওয়ার সুযোগ হয় না। তাঁদের জন্য মায়ের নামে প্রকল্প চালু করছি। আপাতত পরীক্ষামূলকভাবে চলবে। পরে একইভাবে বিভিন্ন জায়গায় চালু হবে মা প্রকল্প।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File