Agnipath: অগ্নিপথ মুখ্যমন্ত্রীর মন্তব্যে শুভেন্দু অধিকারী-সহ বিধানসভা ত্যাগ বিধায়কদের
''সেনার চাকরি নয়, ক্যাডার তৈরি করছে বিজেপি''; Agnipath Recruitment Scheme ও Agniveer নিয়ে এবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
সম্প্রতি উত্তাল গোটা দেশ, সেনাবাহিনীতে চু্ক্তিভিত্তিক নিয়োগ যোজনা অগ্নিপথ ও অগ্নিবীর নিয়ে এবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অগ্নিপথ প্রকল্পকে কটাক্ষ করে বলেছেন, যে এটি কোনো সেনা চাকরি নয়, বরং BJPর ক্যাডার তৈরির চেষ্টা। মমতার এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বিধানসভা থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী-সহ অনেক বিজেপি বিধায়ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ভারতীয় সেনাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশে BJP গুন্ডা তৈরি করতে চায়। এরা BJPর অফিসে পাহারাদার হবে? চার বছরের জন্য চাকরি নয়, স্থায়ী চাকরি দিতে হবে। চার বছরের ট্রেনিংয়ে কিন্তু এরা বন্দুক চালানো শিখে যাবে। আগুন নিয়ে খেলছে BJP। চার বছর পর চাকরি চলে গেলে সবারই চাকরি যাবে। তখন বেকারদের BJP বিধায়কদের বাড়িতে দিয়ে আসব, আপনারা চাকরি দেবেন। ২০২৪ সালের ভোটের দিকে তাকিয়ে বিজেপি এই সব করছে। তারপর ললিপপ দিয়ে দেবে।
উল্লেখ্য, সাসপেনশন ওঠার পর বাদল অধিবেশনে আজই প্রথম সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিজেপি বিধায়ক। শুভেন্দু এই দিন নন্দীগ্রামের ভোটের ফলের ইস্যু উল্লেখ করে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন।
মুখ্যমন্ত্রী বোধ হয় নন্দীগ্রামে হারের জ্বালা ভুলতে পারেননি।