MS Dhoni | ধোনির জন্মদিনে উচ্ছাস ক্রিকেট মহল থেকে শুরু করে অনুরাগীদের! জানেন কি মাহির রয়েছে একাধিক রেকর্ড?

Friday, July 7 2023, 8:07 am
highlightKey Highlights

৭ই জুলাই ৪২ বছরে পা দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আইসিসির তিনটি ট্রফি জয় করেছেন মাহি। রয়েছে একাধিক রেকর্ড যা আজও অক্ষত।


কেবল ভারতের অন্যতম ক্রিকেট খেলোয়াড়ই নন, ইনি সকল ভারতীয়দের আবেগ। ইনি হলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এশিয়ার একমাত্র অধিনায়ক, যিনি জিতেছেন আইসিসির (ICC) তিনটি ট্রফি। ক্রিকেট কেরিয়ার শুরু করার আগে বেশ কষ্ট করেছিলেন ধোনি। তবে মিলছে কেষ্টও। বছর তিনেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আজও মাহির জনপ্রিয়তা কিন্তু কমেনি। বরং মাহির প্রতি বাড়ছে আবেগ। আজ সেই মাহির জন্মদিন।

আজ  ৪২ বছরে পা দিলেন মহেন্দ্র সিংহ ধোনি
আজ  ৪২ বছরে পা দিলেন মহেন্দ্র সিংহ ধোনি

 ১৯৮১ সালের ৭ জুলাই ভারতের ঝাড়খন্ডের রাঁচিতে জন্মগ্রহণ করেন এমএস ধোনি (MS Dhoni)। প্রথমে ক্রিকেট নয় ফুটবলের প্রতি বেশি আগ্রহ ছিল তাঁর। ২০০৪ সালের ২৩ সে ডিসেম্বর মাত্র ২৩ বছর বয়সে বাংলাদেশের (Bangladesh) বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ধোনির। তবে সেই সিরিজে বিশেষ প্রতিভা দেখতে না পারলেও পরের বছর এপ্রিলে পাকিস্তানের (Pakistan) বিপক্ষে সুযোগ পেয়েই সেঞ্চুরি হাকান মাহি। এরপর থেকে শুরু মহেন্দ্র সিংহ ধোনির ক্রিকেট কেরিয়ারে পথ চলা।

 ২০০৪ সালের ২৩ সে ডিসেম্বর মাত্র ২৩ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ধোনির
 ২০০৪ সালের ২৩ সে ডিসেম্বর মাত্র ২৩ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ধোনির

আজ অর্থাৎ ৭ই জুলাই ৪২ বছরে পা দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। রাত ১২ টা বাজতেই ক্রিকেট মহল ছাড়াও মাহির জন্মদিনে মেতে উঠেছে গোটা দেশ। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) থেকে শুরু করে, বিসিসিআই সচিব জয় শাহ (BCCI Secretary Jai Shah) এমনকি আইপিএল (IPL) দলগুলির তরফ থেকেও সোশ্যাল মিডিয়ায় মাহিকে জানানো হয় শুভেচ্ছা বার্তা। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup in 2007), ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup in 2011 ) এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy in 2013) জিতেছেন মাহি। জন্মদিনে দেখে নেওয়া যাক সাত নম্বর জার্সির ৭টি এমন রেকর্ড, যা এখনও রয়েছে অক্ষত।

ধোনির জন্মদিনে উচ্ছাস ক্রিকেট মহল থেকে শুরু করে অনুরাগীদের
ধোনির জন্মদিনে উচ্ছাস ক্রিকেট মহল থেকে শুরু করে অনুরাগীদের

আইসিসি-র তিনটি ট্রফি জয় । Winning 3 ICC Trophies :

২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড (Indian Cricket Board)। ধোনির নেতৃত্বে দল পাঠানো হয় দক্ষিণ আফ্রিকায় (South Africa)। সেই বছরই ওডিআই বিশ্বকাপে গ্রূপ পর্বে ভারত বেরিয়ে গেলেও, মাহির নেতৃত্বে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া (Team India)। এরপর ২০১১ সালে দীর্ঘ ২৮ বছরের ব্যবধানে দ্বিতীয় বার ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ৯১ রানের ইনিংস করেন মাহি। ফের দুবছর পর আরও এক খেতাব। ২০১৩ সালে ইংল্যান্ডকে (England) হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতে ভারত।

ধোনি এশিয়ার একমাত্র অধিনায়ক, যিনি জিতেছেন আইসিসির তিনটি ট্রফি
ধোনি এশিয়ার একমাত্র অধিনায়ক, যিনি জিতেছেন আইসিসির তিনটি ট্রফি

ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড । Recorded the Most Six Runs As a Captain : 

অধিনায়ক হিসেবে ওডিআই ক্রিকেটে সব থেকে বেশি ছয় মেরে রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। রেকর্ড অনুযায়ী, ক্যাপ্টেন হিসেবে ওডিআইতে ২০৪টি ছয় মেরেছেন মাহি। এই ছয়গুলির মধ্যে রয়েছে মাহির স্পেশ্যাল 'হেলিকপ্টার শট'ও (Helicopter Shot)। অধিনায়ক হিসেবে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড ছাড়াও 'ক্যাপ্টেন কুলে'র ঝুলিতে রয়েছে ব্যাটিং অর্ডারে সবথেকে বেশি ছয় মেরে রান তোলার রেকর্ডও। সর্বাধিক ৬ মেরে প্রায় ৪০৩১ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। মিডল অর্ডারে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মাহি।

অধিনায়ক হিসেবে ওডিআই ক্রিকেটে সব থেকে বেশি ছয় মেরে রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি
অধিনায়ক হিসেবে ওডিআই ক্রিকেটে সব থেকে বেশি ছয় মেরে রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি

ওডিআইতে ম্যাচে সর্বাধিক স্কোর । Highest Score in a Match in ODI’s : 

২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে ওপরে নামানোর পরই বিধ্বংসী ইনিংস খেলেনা মাহি। সেই বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৪৫ বলে ১৮৩ রান তোলেন মহেন্দ্র সিংহ ধোনি। মারেন ১৫টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারি।ধোনির এই রেকর্ড ওডিআইতে কিপারদের মধ্যে এখনও পর্যন্ত সর্বাধিক।

বিশ্বের সেরা ফিনিশারও 'ক্যাপ্টেন কুল'
বিশ্বের সেরা ফিনিশারও 'ক্যাপ্টেন কুল'

সেরা ফিনিশার । Best Finisher : 

'ক্যাপ্টেন কুল', 'মাহি', 'থালা' ছাড়াও মহেন্দ্র সিংহ ধোনিকে কিন্তু বিশ্বের সেরা ফিনিশারও বলা হয়। কেবল নামেই নয়, পরিসংখ্যান অনুযায়ীও কিন্তু তাই সত্যি। ওয়ান ডে ক্রিকেটের ৪৭টি ম্যাচে অপরাজিত থেকেছেন মাহি। ধোনি শেষ দিকে ক্রিজে থাকা সত্ত্বেও ভারত হেরেছে, এমন হয়েছে মাত্র দু-বার। ২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) পাকিস্তানের বিরুদ্ধে এবং অপরটি ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের (New Zealand) কাছে। উল্লেখ্য, এই রেকর্ডে ধোনির পর রয়েছেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস (South Africa's Jonty Rhodes)।

 গোটা আইপিএল জুড়ে দেখা গেল ধোনি অনুরাগীদের সমর্থন
 গোটা আইপিএল জুড়ে দেখা গেল ধোনি অনুরাগীদের সমর্থন

এছাড়াও ভারতের ক্রিকেট মহারণ আইপিএলেও ধোনির দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) জিতেছে ৫ বার। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ অর্থাৎ চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয় থালার দল। যদিও আগেই মাহি ইঙ্গিত দেন, চলতি বছরের আইপিএল শেষ আইপিএল তাঁর জীবনে। তবে এই নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাননি ক্যাপ্টেন কুল। কিন্তু যদি মাহির কথাই সত্যি হয়, সেই বিষয় মাথায় রেখেই গোটা আইপিএল জুড়ে দেখা গেল ধোনি অনুরাগীদের সমর্থন। যেই স্টেডিয়ামেই গেছেন খেলতে সেখানেই উঠেছিল মাহির সমর্থনে হলুদ ঝড়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File