দেশ

Cheetah in India। নতুন বছরে চিতার পাল আসছে ভারতে, উদ্যোগী কেন্দ্র সরকার

Cheetah in India। নতুন বছরে চিতার পাল আসছে ভারতে, উদ্যোগী কেন্দ্র সরকার
Key Highlights

কেন্দ্রের সহায়তায় ২০২৫ সালে আরও ২০টি চিতা দক্ষিণ আফ্রিকা থেকে আনতে চাইছে মধ্যপ্রদেশের বন দপ্তর।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের জঙ্গলে পুনরায় চিতা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। সেইমতো ২০২২ থেকে ২০২৩ এ নানা দেশ থেকে মোট ২০টি চিতাকে ভারতে আনা হয়েছিল। ২০২৫ এ আবার চিতা আনার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, কেন্দ্রের সহায়তায় নতুন বছরে দক্ষিণ আফ্রিকা থেকে ২০টি চিতা আনতে চলেছে মধ্যপ্রদেশের বন দপ্তর। চিতাগুলিকে ছাড়া হবে মধ্যপ্রদেশে গান্ধীসাগর জাতীয় উদ্যানে। সেখানে তাঁদের বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরী করা হচ্ছে।