Assembly Election Exit Poll 2023 | রবিবার ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ! কোন দল এগিয়ে? কী বলছে বুথফেরত সমীক্ষা?
রাজস্থান , মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম- এই পাঁচ রাজ্যে বিধানসভা ভোটাভুটি পর্ব শেষ। ৩রা ডিসেম্বর প্রকাশ হবে নির্বাচনের ফলাফল।
বৃহস্পতিবার, ৩০সে নভেম্বর, সকালে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election 2023) এর ভটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটাভুটি পর্ব। ফলাফল প্রকাশ করা হবে ৩ রা ডিসেম্বর। রাজস্থান , মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম- এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। রাজ্যে কে আসবেন ক্ষমতায় তার আভাস মিলল এক্সিট পোল ২০২৩ (Exit Poll 2023) এ। যদিও বহু সময়ই এক্সিট পোলের হিসেব উলটে যায় গণনার দিন। আপাতত দেখা যাক কী বলছে এক্সিট পোল ২০২৩ (Exit Poll 2023)।
মধ্যপ্রদেশের এক্সিট পোল :
মধ্যপ্রদেশে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩০। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ১১৬টি আসন লাগবে। বুথফেরত সমীক্ষায় যে আভাস মিলেছে, তাতে ধোঁয়াশা আরও বেড়েছে। ২০১৮ সালের পুনরাবৃত্তিও হতে পারে ২০২৩ সালে। যে নির্বাচনে ১১৪টি আসনে জিতেছিল কংগ্রেস। ১০৯টি আসনে থমকে গিয়েছিল বিজেপি।
- ১. ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ১৪০-১৬২টি আসনে জিততে পারে বিজেপি। ৬৮-৯০টি আসনে জিততে পারে কংগ্রেস। সর্বাধিক তিনটি আসন জিততে পারে অন্যান্যরা।
- ২. এবিপি-সি ভোটার এক্সিট পোল অনুযায়ী, বিজেপির ঝুলিতে ৮৮-১১২টি আসন যেতে পারে। ১১৩-১৩৭টি আসন জিততে পারে কংগ্রেস। দুটি থেকে আটটি আসন জয়লাভ করতে পারে অন্যান্যরা।
- ৩. রিপাবলিক-ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী, ১১৮-১৩০টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ৯৭-১০৭টি আসন। অন্যান্যরা সর্বোচ্চ দুটি আসন পেতে পারে।
- ৪. টাইমস নাও-ইটিজি রিসার্চের এক্সিট পোল অনুযায়ী, ১০৫-১১৭টি আসনে জয়লাভ করতে পারে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১০৯-১২৫টি আসন। অন্যান্যরা একটি থেকে পাঁচটি আসন পেতে পারে।
- ৫. টিভি৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাট অনুযায়ী, ১০৬-১১৬টি আসন জিততে পারে বিজেপি। ১১১-১২১টি আসনে জিততে পারে কংগ্রেস। সর্বাধিক ছ'টি আসন যেতে পারে অন্যান্যদের দখলে।
ছত্তিশগড়ের এক্সিট পোল :
কংগ্রেস-শাসিত রাজ্যের মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৪৬। এক্সিট পোলের আভাস অনুযায়ী, রাজ্যের মসনদে থাকবে কংগ্রেস। তবে কমবে আসন সংখ্যা।
- ১. ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া অনুযায়ী, ৪০-৫০টি আসনে জিততে পারে কংগ্রেস। বিজেপি জিততে পারে ৩৬-৪৬টি আসনে। অন্যান্যদের ঝুলিতে একটি থেকে পাঁচটি আসন যেতে পারে।
- ২. এবিপি-সি ভোটার এক্সিট পোল অনুযায়ী, ৪১-৫৩টি আসনে জিততে পারে কংগ্রেস। ৩৬-৪৮টি আসনে জিততে পারে বিজেপি। সর্বোচ্চ চারটি আসনে জিততে পারে।
- ৩. টাইমস নাও-ইটিজি রিসার্চ অনুযায়ী, ৪৮-৫৬টি আসনে জিততে পারে কংগ্রেস। বিজেপির ঝুলিতে যেতে পারে ৩২-৪০টি আসন। অন্যান্যরা দুটি থেকে চারটি আসন জিততে পারে।
- ৪. রিপাবলিক-ম্যাট্রিজ অনুযায়ী, ৪৪-৫২টি আসনে জিততে পারে কংগ্রেস। ৩৪-৪২টি আসনে জিততে পারে বিজেপি। দুটি আসনে জিততে পারে অন্যান্যরা।
- ৫. টিভি৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাট অনুযায়ী, ৪০-৫০টি আসনে জিততে পারে কংগ্রেস। ৩৫-৪৫টি আসনে জিততে পারে বিজেপি। অন্যান্যদের আসন সংখ্যা তিনের মধ্যে থাকবে।
রাজস্থানের এক্সিট পোল :
রাজস্থানের বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023)হয়েছে ২৩সে নভেম্বর। আপাতত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে রাজস্থানে ক্ষমতা হারাতে পারে কংগ্রেস। রাজস্থানের বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023) এ মোট বিধানসভা আসনের সংখ্যা ২০০। ভোটগ্রহণ ১৯৯টি আসনে হয়েছে। সেই পরিস্থিতিতে ম্যজিক ফিগার হল ১০০।
- ১. ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ৮০-১০০টি আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেস জিততে পারে ৮৬-১০৬টি আসনে। অন্যান্যরা ন'টি থেকে ১৮টি আসনে জিততে পারে।
- ২.এবিপি-সি ভোটার এক্সিট পোল অনুযায়ী, ৯৪-১১৪টি আসনে জিততে পারে বিজেপি। ৭১-৯১টি আসনে জিততে পারে কংগ্রেস। ন'টি থেকে ১৯টি আসনে জিততে পারে অন্যান্যরা।
- ৩. টাইমস নাও-ইটিজি রিসার্চের এক্সিট পোল অনুযায়ী, ১০৮-১২৮টি আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেস জিততে পারে ৫৬-৭২টি আসনে। ১৩-২১টি আসনে জিততে পারে অন্যান্যরা।
- ৪. রিপাবলিক-ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী, ১১৫-১৩০টি আসনে জিততে পারে বিজেপি। ৬৫-৭৫টি আসনে জিততে পারে কংগ্রেস। ১২-১৯টি আসনে জিততে পারে অন্যান্যরা।
- ৫. টিভি৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাট অনুযায়ী, ১০০-১১০টি আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেস জিততে পারে ৯০-১০০টি আসনে। পাঁচটি থেকে ১৫টি আসনে জিততে পারে অন্যান্যরা।
মিজোরামের এক্সিট পোল :
মিজোরামের মোট আসনের সংখ্যা ৪০। একক সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য ২১টি আসন জিততে হবে। মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) এবং জোরাম পিপলস মুভমেন্টের (জেডপিএম) মধ্যে লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে বুথফেরত সমীক্ষায়।
- ১. ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া অনুযায়ী, তিনটি থেকে সাতটি আসনে জিততে পারে শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)। দুটি থেকে চারটি আসনে জিততে পারে কংগ্রেস। জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) জিততে পারে ২৮-৩৫টি আসনে। সর্বোচ্চ দুটি আসনে জিততে পারে বিজেপি।
- ২. এবিপি-সি ভোটার এক্সিট পোল অনুযায়ী, এমএনএফের ঝুলিতে যেতে পারে ১৪-১৮টি আসন।। নয় থেকে ১৩টি আসনে জিততে পারে কংগ্রেস। জেডপিএম ১০-১৪টি আসন জিততে পারে। সর্বোচ্চ দুটি আসন পেতে পারে বিজেপি।
- ৩. টাইমস নাও-ইটিজি রিসার্চ অনুযায়ী, ১৫-২১টি আসনে জিততে পারে এমএনএফ। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে দুটি থেকে আটটি আসন। জেডপিএম ১২ থেকে ১৮টি আসন জিততে পারে।
- ৪. রিপাবলিক-ম্যাট্রিজ অনুযায়ী, ১৭-২২টি আসনে জিততে পারে এমএনএফ। সাতটি থেকে ১০টি আসনে জিততে পারে কংগ্রেস। সাতটি থেকে ১২টি আসনে জিততে পারে জেডপিএম। একটি বা দুটি আসনে জিততে পারে বিজেপি।
তেলাঙ্গানার এক্সিট পোল :
এক্সিট পোলে আভাস মিলেছে দক্ষিণ ভারতের আরও একটি রাজ্যে সরকার গড়তে পারে কংগ্রেস। আপাতত সেখানে ভারত রাষ্ট্রীয় সমিতির (বিআরএস) সরকার আছে। তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election 2023) এ মোট আসনের সংখ্যা ১১৯। ম্যাজিক ফিগার হল ৬০।
- ১. টাইমস নাও-ইটিজি রিসার্চ অনুযায়ী, ৩৭-৪৫টি আসনে জিততে পারে বিআরএস। ৬০-৭০টি আসনে জিততে পারে কংগ্রেস। ছ'টি থেকে আটটি আসনে জিততে পারে জনসেনা ও বিজেপি জোট।
- ২. এবিপি-সি ভোটার এক্সিট পোল অনুযায়ী, ৩৮-৫৪টি আসনে জিততে পারে বিআরএস। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪৯-৬৫টি আসন। পাঁচটি থেকে ১৩টি আসনে জিততে পারে বিজেপি জোট।
- ৩. রিপাবলিক-ম্যাট্রিজ অনুযায়ী, ৪৬-৫৬টি আসনে জিততে পারে বিআরএস। ৫৮-৬৮টি আসনে জিততে পারে কংগ্রেস। বিজেপি জোটের ঝুলিতে চারটি থেকে ন'টি আসন যেতে পারে।
- ৪. টিভি৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাট অনুযায়ী, ৪৮-৫৮টি আসনে জিততে পারে বিআরএস। ৪৯-৫৯টি আসনে জিততে পারে কংগ্রেস। পাঁচটি থেকে ১০টি আসনে জিততে পারে বিজেপি জোট।
উল্লেখ্য, রবিবার, ৩রা ডিসেম্বর রাজস্থান , মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম- এই পাঁচটি রাজ্যের ভোটগণনা হবে। ভোটের ফলাফল দেখা যাবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।